হান্সেল অ্যান্ড গ্রেটেল: উইচ্ হান্টার্স

হান্সেল অ্যান্ড গ্রেটেল: উইচ্ হান্টার্স, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান-জার্মান অ্যাকশন ও ফেন্টাসি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন টমি ওয়াইরকোলা। এ চলচ্চিত্রটি থ্রিডি আকারেও মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি ১৮১২ সালের জার্মান গল্প “হান্সেল ও গ্রেটেলের” কাহিনী অবলম্বনে নির্মীত।

হান্সেল অ্যান্ড গ্রেটেল: উইচ্ হান্টার্স
আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকটমি ওয়াইরকোলা
প্রযোজকউইল ফ্যারেল
অ্যাডাম মিকয়
কেভিন মেসিক
বিআউ ফ্লেইন
রচয়িতাটমি ওয়াইরকোলা
শ্রেষ্ঠাংশেজেরেমি রেনার
জেমা আর্টাট্রন
ফেমকে জানসেন
পিটার স্টোরমার
সুরকারঅ্যাটলি ওরভার্সন
চিত্রগ্রাহকমাইকেল বোনভিল্লেন
সম্পাদকজিম পেইজ
প্রযোজনা
কোম্পানি
এমটিভি ফিল্মস (uncredited)
গ্যারি সেনচেজ
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মেট্রো-গোল্ডউইন-মেয়ার
মুক্তি১৭ জানুয়ারি, ২০১৩
দৈর্ঘ্য৮৮ মিনিট[1] (theatrical cut)
৯৭ মিনিট ("extreme version")
দেশযুক্তরাষ্ট্র
জার্মানি[2][3]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫০ মিলিয়ন[4]
আয়$২২৪,৮০৩,৪৭৫[4]

কাহিনী

ছোট ভাই-বোন হান্সেল ও গ্রেটেলকে তাদের বাবা এক রাতে বনের মধ্যে রেখে চলে যান। তারা দুজন হাঁটতে হাঁটতে একটি চকলেট দিয়ে মোড়ানো ঘরের সামনে উপস্থিত হন এবং সেখান থেকে চকলেট খেতে থাকেন। ঘরের ভিতর প্রবেশ করার পর সেখানে বাস করা এক ডাইনি তাদের মেরে ফেলতে উদ্ধত হলে তারা কৌশলে ডাইনীকে আগুনে পুড়িয়ে হত্যা করে। তখন থেকেই তারা দুই ভাই-বোন ডাইনি হত্যা করা শুরু করে এবং একসময় বিখ্যাত উইচ্ হান্টার হিসেবে তাদের খ্যাতি ছড়িয়ে পরে। এখন পর্যন্ত তারা ছয়শত এর বেশি ডাইনীকে হত্যা করেছেন।

একদিন আগসবার্গ শহরে হান্সেল ও গ্রেটেল, শেরিফ ব্যারিঞ্জারের কাছ থেকে ডাইনী প্রবৃত্তি চর্চার অভিযোগে আটক মীনা নামের একটি মেয়েকে রক্ষা করে। শহরের মেয়র এঙ্গলমান ডাইনীদের ধরিয়ে দেওয়ার ও তাদের হাতে বন্দি শহরের কিছু ছেলে-মেয়ের খোঁজে বের করে দেওয়ার জন্য হানসেল ও গ্রেটেলকে ভাড়া করে। এদিকে শেরিফ ব্যারিঞ্জার ও একই মিশনের জন্য আলাদা লোক ভাড়া করে। কিন্তু তারা সকলেই এক শক্তিশালী ডাইনি মিউরিয়াল এর হাতে খুন হয়। হানসেল ও গ্রেটেল মেয়রের সহকারী জনসনের সহয়তায় একটি ডাইনীকে বন্দি করে ও তাকে জিঞ্জাসাবাদ করে তারা জানতে পারে সকল ডাইনীরা “ব্লাড মুন” নামে একটি অনুষ্ঠানের জন্য তৈরী হচ্ছে যে অনুষ্ঠানটি সম্পন্ন করতে ১২ জন শিশু লাগবে।

এরপর তারা ১১ জন শিশুর কথা জানতে পারে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। ডাইনী মিউরিয়াল ১২ জন পূর্ন করার জন্য অপর এক শিশুকে নিতে শহরে প্রবেশ করে ও তাকে নিয়ে যায়। এরপর হানসেল, গ্রেটেল, মীনা ও ডাইনীদের হয়ে কাজ করা এডোয়ার্ড নামের ট্রোলের সহয়তায় তারা শিশুদের উদ্ধার করে ও মিউরিয়ালকে হত্যা করে।

সঙ্গীত

হান্সেল অ্যান্ড গ্রেটেল: উইচ্ হান্টার্স – মিউজিক ফ্রম দ্য মোসন পিকচার্স
অ্যাটলি ওর্ভার্সন কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখজানুয়ারি ২২, ২০১৩
ঘরানাঅর্কেস্ট্রাসংক্রান্ত, বৈদ্যুতিক সঙ্গীত, গায়কদল
সঙ্গীত প্রকাশনীপ্যারামাউন্ট মিউজিক
নং.শিরোনামদৈর্ঘ্য
১."দ্য উইচ্ হান্টার্স"২:২৯
২."বিজনেস ইজ গড"২:১১
৩."ট্রোলস সার্ভস উইসেস"৩:৩৩
৪."লস্ট চিল্ড্রেন ক্রাইং ভলি.২"২:৩৩
৫."ইউ ডু নট ব্লিডিং"৩:৩৪
৬."দ্যায়ার আর গুড উইসেস ইন দ্য ওয়ার্ল্ড"৪:১১
৭."দ্য প্লেস কোড ইউজ অ্য বিট অফ কালার"৪:১৭
৮."গুডবাই মারিয়েল"৩:২১
৯."ডোন্ট এট দ্য ক্যান্ডি"৩:৪৮
১০."বার্নে’ম অ্যাল"৫:০৩
১১."হুয়াইট ম্যাজিক"১:৫২
১২."শ্যূাট অ্যনিথিং দ্যাট মুভস"৩:২৯
১৩."দ্য ফেইরি টেইল"২:৫৩
১৪."আগসবার্গ বার্ন"৪:০২

তথ্যসূত্র

  1. "HANSEL & GRETEL - WITCH HUNTERS (15)"British Board of Film Classification। ২০১৩-০১-১৫। ২০১৩-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৫
  2. Hänsel und Gretel: Hexenjäger. In: Lexikon des Internationalen Films. February 7, 2013
  3. Freigabebescheinigung des Trailers In: FSK. February 7, 2013
  4. "Hansel & Gretel: Witch Hunters"Box Office Mojo। IMDb। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৩

বহিঃসংযোগ

টেমপ্লেট:Hansel and Gretel

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.