স্লুয়াভোমির পেস্কো

স্লুয়াভোমির কনরাদ পেস্কো ([swaˈvɔmir ˈpɛʂkɔ]; জন্ম: ১৯ ফেব্রুয়ারি ১৯৮৫) হলেন পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার, যিনি পোলিশ ক্লাব লেশিয়া দানস্ক এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

স্লুয়াভোমির পেস্কো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম স্লুয়াভোমির কনরাদ পেস্কো[1]
জন্ম (1985-02-19) ১৯ ফেব্রুয়ারি ১৯৮৫
জন্ম স্থান জাসলো, পোল্যান্ড
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব লেশিয়া দানস্ক
জার্সি নম্বর ২১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
নাফতা জেদিসজে
উইসলা পোয়স্ক
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৩–২০০৮ উইসলা পোয়স্ক ১১২ (২২)
২০০৮–২০১১ লেখ পোজনান ৬৮ (১১)
২০১১–২০১৩ ১. এফসি কোলন ৪৩ (২)
২০১২–২০১৩উভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (ধার) ১৩ (০)
২০১৩–২০১৪ পারমা (০)
২০১৩–২০১৪১. এফসি কোলন (loan) ২৪ (৩)
২০১৪–২০১৫ ১. এফসি কোলন ১৮ (০)
২০১৫– লেশিয়া দানস্ক ৮১ (৯)
জাতীয় দল
২০০৮– পোল্যান্ড ৪৩ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৬ মার্চ ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[2]

সম্মাননা

উইসলা পোয়স্ক
  • পোলিশ কাপ: ২০০৫–০৬
  • পোলিশ সুপারকাপ: ২০০৬
লেখ পোজনান
  • একস্ত্রাকলাশা: ২০০৯–১০
  • পোলিশ কাপ: ২০০৮–০৯
  • পোলিশ সুপারকাপ: ২০০৯

তথ্যসূত্র

  1. "Professional retain lists & free transfers 2012/13" (PDF)। The Football League। মে ২০১৩। পৃষ্ঠা 4। ১৭ জুলাই ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩
  2. "Poland World Cup 2018 squad and team guide"। telegraph.co.uk। ৪ জুন ২০১৮।

বহিঃসংযোগ

টেমপ্লেট:Lechia Gdańsk squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.