স্মেররির ইঙ্গি ইঙ্গাসন
স্মেররির ইঙ্গি ইঙ্গাসন (জন্ম: ৫ আগস্ট ১৯৯৩) হলেন একজন আইসল্যান্ডীয় পেশাদার ফুটবলার, যিনি রুশ ক্লাব রস্টভ এবং আইসল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১৭ সালে ইঙ্গাসন | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | স্মেররির ইঙ্গি ইঙ্গাসন | ||
জন্ম | ৫ আগস্ট ১৯৯৩ | ||
জন্ম স্থান | কোপাভয়ুর, আইসল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৮ মি (৬ ফু ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | রস্টভ | ||
জার্সি নম্বর | ১৫ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৭–২০১১ | ব্রেইয়াব্লিক | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১১–২০১৩ | ব্রেইয়াব্লিক | ৪২ | (২) |
২০১১ | → অ্যাগ্নাব্লিক (ধার) | ৪ | (১) |
২০১৪ | ভাইকিং | ২৯ | (৩) |
২০১৫–২০১৬ | লকেরেন | ৬৭ | (১) |
২০১৭ | গ্রানাদা | ১৭ | (১) |
২০১৭– | রস্টভ | ২৭ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | আইসল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ৩ | (০) |
২০১০ | আইসল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৩ | (০) |
২০১২–২০১৪ | আইসল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১১ | (১) |
২০১৪– | আইসল্যান্ড | ১৮ | (৩) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ইঙ্গাসন ভাইকিংয়ে যোগদানের পূর্বে আইসল্যান্ডীয় ক্লাব ব্রেইয়াব্লিকে খেলেছেন। নরওয়েজীয় ক্লাবটিতে সফলভাবে খেলার পর, তিনি কেএসসি লকেরেন উস্ট-ভ্লাদেরেনে যোগদান করেন।
২০১৪ সালে, আইসল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তার অভিষেকের পর থেকে তিনি আইসল্যান্ডের হয়ে নিয়মিতভাবে খেলছেন। তিনি এপর্যন্ত ১৫-এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১৬ উয়েফা ইউরোর আইসল্যান্ড দলের একজন সদস্য ছিলেন, যেখানে তারা কোয়ার্টার-ফাইনালে উঠতে সক্ষম হয়েছিল। তিনি আইসল্যান্ড দলের অন্যতম একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেন। জাতীয় দলে যোগদানের পূর্বে, তিনি আইসল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন। ২০১৫ সালের উয়েফা ইউরো অনূর্ধ্ব-২১ প্রতিযোগিতায় আইসল্যান্ডের অধিনায়ক ছিলেন।
প্রারম্ভিক জীবন
ইঙ্গাসন আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকের নিকটবর্তী কোপাভয়ুরে জন্মগ্রহণ করেছেন। তিনি মাত্র ৪ বছর বয়স হতেই স্থানীয় ক্লাব ব্রেইয়াব্লিকের হয়ে খেলেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Profile on KSÍ's official website.
- Official Facebook Page
- Total Football
টেমপ্লেট:এফসি রস্টভ দল টেমপ্লেট:আইসল্যান্ড দল ২০১৬ উয়েফা ইউরো