স্প্রিঙ্গার সায়েন্স+বিজনেস মিডিয়া

স্প্রিঙ্গার সায়েন্স + বিজনেস মিডিয়া অথবা স্প্রিঙ্গার একটি আন্তর্জাতিক প্রকাশনা কোম্পানী যেটি বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক বই, ই-বুক এবং জার্নাল প্রকাশ করে থাকে।[1] স্প্রিঙ্গার পৃথিবীর বৃহত্তম বই প্রকাশক এবং দ্বিতীয় বৃহত্তম (বৃহত্তম এলসভিয়ার) জার্নাল প্রকাশক। স্প্রিঙ্গার প্রতিবছর ২০০০ জার্নাল এবং ৭০০০ বই প্রকাশ করে থাকে।[2] স্প্রিঙ্গারে প্রায় ৬২০০ কর্মী কাজ করে।

স্প্রিঙ্গার সায়েন্স+বিজনেস মিডিয়া
সংস্থাপিত১৮৪২
প্রতিষ্ঠাতাজুলিয়াস স্প্রিঙ্গার
বংশোদ্ভুত দেশজার্মানী
সদর দপ্তরবার্লিন, হাইডেলবার্গ
প্রকাশনার বিষয়বস্তুবিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, ব্যবসা, পরিবহন এবং স্থাপত্য
অফিসিয়াল ওয়েবসাইটwww.springer.com

ইতিহাস

জুলিয়াস স্প্রিঙ্গার ১৮৪২ সালে স্প্রিঙ্গার-ভারলগ প্রতিষ্ঠা করেন।[3][4] ১৯৬৪ সালে নিউ ইয়র্কে কার্যালয় খোলার মাধ্যমে স্প্রিঙ্গার তার ব্যবসা প্রসারিত করে। এর অব্যবহিত পরেই টোকিও, প্যারিস, মিলান, হংকং এবং দিল্লিতে কার্যালয় চালু করে।

ইলেক্ট্রনিক পণ্য

তথ্যসূত্র

  1. "648808Z Profile & Executives - Springer Science+Business Media GmbH - Bloomberg"bloomberg.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২
  2. Springer key facts
  3. "History". Springer Science+Business Media.
  4. "Chronology". Springer Science+Business Media.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.