স্পুৎনিক ১
স্পুৎনিক ১ বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যা ১৯৫৭ খ্রীস্টাব্দের অক্টোবর ৪ তারিখে উৎক্ষেপণ করা হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এটি উৎক্ষেপণ করে। স্পুৎনিক ১-এর মহাকাশে প্রেরণের মাধ্যমে মহাকাশ যুগের সূচনা হয়।
স্পুৎনিক ১ (Sputnik 1) | |
---|---|
সংস্থা: | সোভিয়েত ইউনিয়ন |
নির্মাতা: | কোরলভ ডিজাইন ব্যুরো |
অভিযানের প্রকৃতি: | ভূতত্ত্ববিদ্যা |
যাকে প্রদক্ষিণ করেছে: | পৃথিবী |
উৎক্ষেপণের তারিখ: | অক্টোবর ৪, ১৯৫৭ তারিখে ১৯:১২ মিনিটে (সার্বজনীন সময়) |
উৎক্ষেপণ যান: | R-7/SS-6 ICBM |
ক্ষয়: | জানুয়ারি ৪, ১৯৫৮ |
অভিযানের সময়কাল: | ৩ সপ্তাহ |
NSSDC ID: | 1957-001B |
ওয়েবপেজ: | NASA NSSDC Master Catalog |
ভর: | ৮৩.৬ কিলোগ্রাম |
উপ_প্রধান_অক্ষ: | ৬,৯৫৫.২ কিমি |
উৎকেন্দ্রতা: | .০৫২০১ |
বিনতি: | ৬৫.১° |
আবর্তন_কাল: | ৯৬.২ মিনিট |
সর্বোচ্চ_দূরত্ব: | ৯৩৯ কিলোমিটার |
সর্বনিম্ন_দূরত্ব: | ২১৫ কিলোমিটার |
রুশ প্রকৌশলী সের্গেই কোরলভ স্পুৎনিক ১-এর নকশা প্রণয়ন করেন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.