স্টিভেন আউটারব্রিজ

স্টিভেন ড্যাভন আউটারব্রিজ (জন্ম ২০ মে ১৯৮৩) একজন বারমুডিয়ান ক্রিকেটার. তিনি একজন বামহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বোলার। তিনি বারমুডার হয়ে ২০০৬ সালের আগস্টে কানাডা এর বিরুদ্ধে ৭টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন।

স্টিভেন আউটারব্রিজ

স্টিভেন আউটারব্রিজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামস্টিভেন ড্যাভন আউটারব্রিজ
জন্ম (1983-05-20) ২০ মে ১৯৮৩
পেগেট, বারমুডা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক
(ক্যাপ [[বারমুডা ওডিআই ক্রিকেটারদের তালিকা|১৬]])
১৯ আগস্ট ২০০৬ বনাম [[কানাডা জাতীয় ক্রিকেট দল|কানাডা]]
শেষ ওডিআই৮ এপ্রিল ২০০৯ বনাম [[নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল|নেদারল্যান্ডস]]
টি২০আই অভিষেক
(ক্যাপ [[বারমুডা টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা|৮]])
৩ আগস্ট ২০০৮ বনাম [[স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল|স্কটল্যান্ড]]
শেষ টি২০আই৫ আগস্ট ২০০৮ বনাম [[কানাডা জাতীয় ক্রিকেট দল|কানাডা]]
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি-২০ প্রথম শ্রেণী লিস্ট এ
ম্যাচ সংখ্যা ২৩ ১২ ৩১
রানের সংখ্যা ৩৩৮ ৪৯ ৭০৬ ৬৭৬
ব্যাটিং গড় ১৪.৬৯ ২৪.৫০ ৩০.৬৯ ২২.৫৩
১০০/৫০ –/১ –/– ১/৬ ১/৩
সর্বোচ্চ রান ৫৬ ৩৭* ১১৩ ১০৭
বল করেছে ১১১ ১১১ ৩০০
উইকেট
বোলিং গড় ৩২.০০ ৩২.০০ ৭১.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/১৪ ১/১৪ ১/১১
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/– ১/– ৪/– ১০/–
উৎস: Cricinfo, ৪ জানুয়ারি ২০১০

তিনি ২০০৪ এবং ২০০৬ সালে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং আইসিসি আমেরিকা চ্যাম্পিয়নশিপ এ বারমুডার হয়ে ৪টি খেলার প্রতিনিধিত্ব করেছেন।

২০০৬ সালে ইংরেজী ক্রিকেট সিজন এ তিনি কার্ডিফ ইউসিসিই এর হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন।

২০১৮ সালের এপ্রিল মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ বিভাগের টুর্নামেন্টে বারমুডার স্কোয়াডে তার নাম রাখা হয়েছিল।[1] ২০১৩ সালে বারমুডার হয়ে তিনি শেষ প্রতিনিধিত্ব করেছিলেন।[2]

তথ্যসূত্র

  1. "BCB Confirms Team for ICC WCL Div 4"Bermuda Cricket Board। ৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮
  2. "Outerbridge back for Bermuda"The Royal Gazette। ৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৮

আরও দেখুন

তথ্য সূত্র


টেমপ্লেট:Bermuda-cricket-bio-stub

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.