স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন

স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন (ইংরেজি ভাষায়: Star Trek: The Next Generation, সংক্ষেপে TNG) স্টার ট্রেক ফ্র্যানচাইজের অন্তর্ভুক্ত একটি মার্কিন টেলিভিশন ধারাবাহিক যার স্রষ্টা জিন রডেনবারি। বিভিন্ন সময়ে ধারাবাহিকটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন জিন রডেনবারি, রিক বেরমান এবং মাইকেল পিলার। স্টার ট্রেক এর মূল ধারাবাহিক তথা দি অরিজিনাল সিরিজ এর প্রচার শেষ হওয়ার ২৪ বছর পর এর প্রচার শুরু হয়। এই ধারাবাহিকের কাহিনীর পটভূমি ২৪শ শতক, ২৩৬৪ থেকে ২৩৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত। অরিজিনাল সিরিজের পটভূমি গত হয়ে যাওয়ার প্রায় ১০০ বছর পরের ঘটনা বিধৃত হয়েছে এতে। টিএনজি-তে একটি নতুন স্টারশিপ এন্টারপ্রাইজ এবং সব নতুন ক্রুদের দেখানো হয়েছে। ক্যাপ্টেন জন-লুক পিকার্ডের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ মঞ্চ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। প্রতিটি পর্ব শুরু হয় স্টুয়ার্টের কণ্ঠে বলা এই কথাগুলো দিয়ে:

চরিত্রসমূহ

প্রধান চরিত্রসমূহ
অভিনেতাচরিত্রপ্রধান দায়িত্বঅন্যান্য দায়িত্বউপস্থিতিচরিত্রের প্রজাতিপদবী
প্যাট্রিক স্টুয়ার্টজন-লুক পিকার্ডকমান্ডিং অফিসার১-৭ মৌসুমমানুষক্যাপ্টেন
জোনাথন ফ্রেকসউইলিয়াম রাইকারফার্স্ট অফিসারক্যাপ্টেন (মৌসুম ৩, ৬)মৌসুম ১-৭মানুষকমান্ডার
অস্থায়ী ক্যাপ্টেন
ব্রেন্ট স্পাইনারডেটাসেকেন্ড অফিসারফার্স্ট অফিসার ("চেইন অফ কমান্ড" নামক পর্বে) অথবা যখন পিকার্ড অবসরে থাকায় রাইকার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে
হেল্মসম্যান ("Encounter at Farpoint" পর্বে)
মৌসুম ১-৭অ্যানড্রয়েডলেফটেন্যান্ট কমান্ডার
গেটস ম্যাকফাডেনবেভারলি ক্রাশারচিফ মেডিক্যাল অফিসারস্টারফ্লিট মেডিক্যালের প্রধান (২য় মৌসুম)মৌসুম ১, ৩-৭মানুষকমান্ডার
মারিনা সার্টিসডিয়ানা ট্রয়কাউনসেলর
মনোবিজ্ঞানী
হেল্মসম্যান১-৭ মৌসুমবেটাজয়েড / মানুষলেফটেন্যান্ট কমান্ডার
কমান্ডার (৭ম মৌসুম)
মাইকেল ডর্নওর্ফসিকিউরিটি চিফ, ট্যাক্টিকেল অফিসারট্যাক্টিকেল / হেল্মসম্যান
(মৌসুম ১)
১-৭ মৌসুমক্লিঙনলেফটেন্যান্ট, জুনিয়র গ্রেড (মৌসুম ১, ২),
লেফটেন্যান্ট (মৌসুম ৩-৭)
লিভার বার্টনজর্ডি লা ফর্জচিফ ইঞ্জিনিয়ারহেল্মসম্যান (১ম মৌসুম)১-৭ মৌসুমHumanLieutenant, Junior Grade (Season 1),
Lieutenant (Season 2),
Lieutenant Commander (Seasons 3–7)
উইল হুইটনওয়েজলি ক্রাশারহেল্মসম্যানইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট দায়িত্বমৌসুম ১-৪
অতিথি হিসেবে: মৌসুম ৫ ও ৭
মানুষভারপ্রাপ্ত এনসাইন (মৌসুম ১-৩),
এনসাইন (মৌসুম ৩-৪),
ক্যাডেট (মৌসুম ৪-৭)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.