স্কার্দু
স্কার্দু (উর্দু: اسکردو, বাল্টি: སྐརདུ་་) হল পাকিস্তানের গিলগিত বালতিস্তান অঞ্চলের একটি শহর এবং স্কার্দু জেলার প্রশাসনিক রাজধানী। স্কার্দু ১০ কিলোমিটার (৬ মাইল) চওড়া ৪০ কিলোমিটার (২৫ মাইল) লম্বা স্কার্দু ভ্যালিতে সিন্ধু ও শিগার নদীর মিনলস্থলে[1], সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ মিটার (৮,২০২ ফুট) উচ্চতায় অবস্থিত। শহরটি নিকটবর্তী আট হাজারি পর্বতশৃঙ্গ কারাকোরাম পর্বতমালার প্রবেশদ্বার হিসাবে বিবেচিত হয়। স্কার্দু শহরেই সিন্ধু নদী হিমালয় থেকে কারাকোরাম পর্বতমালাকে আলাদা করেছে।[2]
স্কার্দু | |
---|---|
শহর | |
![]() শাংরিলা রিসোর্ট স্কার্দু | |
![]() ![]() স্কার্দু ![]() ![]() স্কার্দু | |
স্থানাঙ্ক: ৩৫°১৭′২৫″ উত্তর ৭৫°৩৮′৪০″ পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | গিলগিত-বালতিস্তান |
জেলা | স্কার্দু জেলা |
উচ্চতা | ২২২৮ মিটার (৭৩১০ ফুট) |
জনসংখ্যা | |
• | ৫,০০,৬০০ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | জিএমটি+৫:০০ (ইউটিসি) |
ওয়েবসাইট | http://www.skardu.pk/ |
ইতিহাস
যোগাযোগ
স্কার্দুতে দুধরনের যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান; সড়কপথ ও আকাশপথ। স্কার্দুতে যাওয়ার সাধারণ সড়কপথের হল কারাকোরাম হাইওয়ে হয়ে এবং স্কার্দু ভ্যালির মধ্য দিয়ে স্কার্দু সড়ক পথে (S1)। শ্রীনগর ও লেহ শহরের সাথে এর চার বা পাঁচটি সড়ক সংযোগ আছে। অপর যোগাযোগ মাধ্যম আকাশপথ, স্কার্দু বিমানবন্দর থেকে ইসলামাবাদ দিনে এক বা দুটি বিমান চলাচল করে।
তথ্যসূত্র
- Adle, Habib এবং Baipakov 2003, পৃ. 245।
- Skardu, District। "Skardu District"। www.skardu.pk। Skardu.pk। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬।