সোহেল চৌধুরী
সোহেল চৌধুরী বাংলাদেশী অভিনেতা। ১৯৬৩ সালে ঢাকার বনানীতে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশী চলচ্চিত্রের আশি ও নব্বই দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। সোহেল চৌধুরী খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করতে পারেনি।
সোহেল চৌধুরী | |
---|---|
জন্ম | সোহেল চৌধুরী ১০ ডিসেম্বর ১৯৬৩ |
মৃত্যু | ১৮ ডিসেম্বর ১৯৯৮ ৩৫) ঢাকা, বাংলাদেশ | (বয়স
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | অভিনয় |
কার্যকাল | ১৯৮৪ - ১৯৯৬ |
দাম্পত্য সঙ্গী | দিতি |
সন্তান | লামিয়া চৌধুরী , দীপ্ত চৌধুরী |
প্রাথমিক জীবন
সোহেল চৌধুরীর জন্ম ১৯৬৩ সালে[1] তার বাবার নাম তারেক আহমেদ চৌধুরী । মা নূরজাহান বেগম । সোহেল চৌধুরী প্রাথমিক জীবন থেকেই অভিজাত ধনী পরিবারের সন্তান ছিলেন । তিনি ঢাকার বনানীতে জন্ম গ্রহণ করেন । ১৯৮৬ সালে সোহেল চৌধুরী তার সহ-অভিনেত্রি দিতিকে বিবাহ করেন । অভিনেত্রী দিতির সাথে সাংসারিক জীবনে তাদের দুইটি সন্তান আছে । ১৯৮৭ সালে জন্ম হয় দিতি-সোহেল দম্পতির প্রথম সন্তান লামিয়া চৌধুরীর । ১৯৮৯ সালে এ দম্পতির ছেলে দীপ্ত চৌধুরীর জন্ম হয় । নব্বই দশকের মাঝামাঝি সময়ে দিতি ও সোহেল চৌধুরীর দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে।
অভিনয় জীবন
১৯৮৬ সালে সোহেল চৌধুরীর প্রথম অভিনীত চলচ্চিত্র মুক্তি পায় । ১৯৮৪ সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে প্রবেশ করেন । তিনি সেই বছরেই নির্মাতা এফ কবির চৌধুরী পরিচালিত পর্বত চলচ্চিত্তের মাধ্যমে অভিষেক হয় । তিনি ৩০ টির ও বেশি চলচ্চিত্তে অভিনয় করেছিলেন। বাংলা চলচ্চিত্তে যে কজন সুদর্শন অভিনেতা আছেন সোহেল চৌধুরীর তাদের মধ্যে একজন বলে বিবেচনা করা হয়। সোহেল চৌধুরী কয়েকটি ছবিতে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন। কয়েকটি ছবিতে তিনি সহ-অভিনেতার ভুমিকায় ছিলেন।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | পরিচালক | নোট |
---|---|---|---|
পর্বত | |||
১৯৮৮ | হীরামতি | আমজাদ হোসেন | |
১৯৮৯ | বিরহ ব্যথা | চাষী নজরুল ইসলাম | |
১৯৯০ | দাঙ্গা ফ্যাসাদ | চাষী নজরুল ইসলাম | |
১৯৯৫ | পাপী শত্রু | কামরুজ্জামান |
মৃত্যু
১৯৯৮ [2] সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয় ।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সোহেল চৌধুরী (ইংরেজি)