সুলাইমান পাশা

সুলাইমান পাশা ছিলেন অটোম্যান সাম্রাজ্যের একজন জেনারেল ছিলেন। তিনি ছিলেন আলবেনিয়ার মুল্লেট গ্রামের অধিবাসী।[1] তিনি ১৬১৪ তে তিরানা শহর স্থাপন করেন যা বর্তমান আলবানিয়ার রাজধানী[2] একই সময় তিনি একটি মসজিদ, একটি বেকারী এবং একটি হাম্মাম তৈরি করেন।

সম্মননা

তিরানা শহরে তার নামে একটি সড়ক রয়েছে যেখানে তার মূর্তি স্থাপিত আছে। তিরানা শহরের অপর অংশেও আরেকটি ছোট রাস্তা তার নামে নামাঙ্কিত করা হয়েছে।

তথ্যসূত্র

  1. Harald Heppner (১৯৯৪)। Hauptstädte in Südosteuropa: Geschichte, Funktion, nationale Symbolkraft। Böhlau Verlag Wien। পৃষ্ঠা 137–। আইএসবিএন 978-3-205-98255-5। সংগ্রহের তারিখ ৬ মে ২০১১
  2. E. J. Van Donzel (১৯৯৪), Islamic Desk Reference, E.J. Brill, পৃষ্ঠা 451, আইএসবিএন 9780585305561, ওসিএলসি 45731063, "il borgo di Tirana" is already mentioned as early as 1572
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.