সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ (CRPF; হিন্দি: केंद्रीय रिजर्व पुलिस बल) ভারতের বৃহত্তম আধা-সামরিক বাহিনী। অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব এই বাহিনীকে দেওয়া হয়ে থাকে। সিআরপিএফ-এর প্রধান ভূমিকা হচ্ছে পুলিশের অভিযানে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকে আইন-শৃঙ্খলা ও বিদ্রোহ দমনে সহযোগিতা।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স
केंद्रीय रिजर्व पुलिस बल
সংক্ষেপেCRPF
নীতিবাক্যService and Loyalty
গঠিত২৭ জুলাই, ১৯৩৯
সদরদপ্তরনতুন দিল্লি
ডিরেক্টর জেনারেল
K Durga Prasad, IPS
ওয়েবসাইটcrpf.gov.in

২৩৫টি ব্যাটালিয়ন এবং বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে, সিআরপিএফ ভারতের সর্ববৃহৎ আধাসামরিক বাহিনী বিবেচিত এবং এটার ৩০৮,৮৬২ জন কর্মীবিশিষ্ট একটি অনুমোদিত শক্তি রয়েছে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.