সেন্ট ব্যাজল'স ক্যাথিড্রাল
সেন্ট ব্যাজলস ক্যাথিড্রাল (রুশ: Собор Василия Блаженного) মস্কো শহরে অবস্থিত একটি গীর্জ্জা। এটি একটি রুশ অর্থোডোক্স গির্জা যার পূর্ণ নাম ক্যাথিড্রাল অফ ইন্টেরসেশন অফ থিটোকোস অন দ্য মৌট (রুশ: Собор Покрова пресвятой Богородицы, что на Рву)। ১৫৫৫-১৫৬১ খ্রিষ্টাব্দে মস্কোর লাল চত্বরে নির্মিত এই সুউচ্চ স্থাপনাটির স্থাপত্যশৈলী ও অঙ্গসজ্জা নয়নাভিরাম। এর মিনার ও গম্বুজ সমূহ বহুবর্ণিল। কাজান এবং আস্ত্রাখানের বন্দী করাকে স্মরণীয় করে রাখার উদ্দেধ্যে রাশিয়ার ইভান IV-এর ফরমানে এটি নির্মাণ করা হয়েছিল। এইটি শহরের কেন্দ্রীয় জ্যামিতিক হিসেবে চিহ্নিত করে এবং ১৪শ শতক থেকেই এর বৃদ্ধির কেন্দ্র।[1] ১৬০০ খ্রিষ্টাব্দে ইভান মহামতি বেল উচ্চ অট্টালিকার নর্মান সমাপ্ত হওয়া পর্যন্ত এটি ছিল মস্কো শহরের উচ্চতম স্থাপনা। [2]
সেন্ট ব্যাজল'স ক্যাথিড্রাল | |
---|---|
ক্যাথিড্রাল অফ ইন্টেরসেশন অফ থিটোকোস অন দ্য মৌট, Temple of Basil the Blessed | |
![]() গির্জার দৃশ্য | |
৫৫°৪৫′৯″ উত্তর ৩৭°৩৭′২৩″ পূর্ব | |
অবস্থান | লাল চত্বর, মস্কো |
দেশ | রাশিয়া |
মণ্ডলী | রুশ অর্থোডোক্স |
ওয়েবসাইট | রাষ্ট্রের ঐতিহাসিক জাদুঘর |
ইতিহাস | |
প্রতিষ্ঠাকাল | ১৫৫৫ |
প্রতিষ্ঠাতা(বৃন্দ) | ইভান IV |
স্থাপত্য | |
স্থপতি | বারম এবং পোষ্টনিক |
তথ্যসূত্র
- Brunov, p. 27
- Brunov, p. 39
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.