সেটাগায়া

সেটাগায়া হল জাপানের টোকিওর একটি বিশেষ ওয়ার্ড। সেটাগায়ার জনসংখ্যা প্রচুর এবং জাপানের বিশেষ ২৩ ওয়ার্ডের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এলাকা। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ৮৩৭,১৮৫ এবং ঘনত্ব ১৪,৪১৪ জন প্রতি বর্গকিঃমিঃ এ। এই শহরের আয়তন ৫৮.০৮ বর্গকিঃমিঃ।

সেটাগায়া
世田谷区
স্পেশাল ওয়ার্ড
সিটি অব সেটাগায়া
সেটাগায়া ওয়ার্ড কার্যালয়

পতাকা
সেটাগায়া
জাপানে অবস্থান
স্থানাঙ্ক: ৩৫°৩৮′৪৭.৬৬″ উত্তর ১৩৯°৩৯′১১.৬৯″ পূর্ব
রাষ্ট্রজাপান
অঞ্চলকান্টো
বিভাগটোকিও
সরকার
  মেয়রনোবুতো হোসাকা (২০১১ সাল থেকে)
আয়তন
  মোট৫৮.৮ কিমি (২২.৭ বর্গমাইল)
জনসংখ্যা (এপ্রিল ১, ২০১১)
  মোট৮,৩৭,১৮৫
  জনঘনত্ব১৪৪১৪.৩৪/কিমি (৩৭৩৩৩.০/বর্গমাইল)
সময় অঞ্চলজাপান মান সময় (ইউটিসি+৯)
Postal code(s)১৫৪ থেকে ১৫৮ (প্রথম তিন দশমিক)
এলাকা কোড০৩
Symbols
- গাছজেলকোভা সেরাআতে
- ফুলহাভেনারিয়া রাডিতা
- পাখিAzure-winged Magpie
Phone number০৩-৫৪২-১১১

ভৌগলিক

সেটাগায়া হল ২৩ বিশেষ ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত। জাপানের জনসংখ্যাবহুল শহরের মধ্যে সেটাগায়া অন্যতম।

বহিঃযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.