সেকেন্দার বেগ

সেকেন্দার বেগ (তুর্কী: İskender Bey, যার অর্থ "লর্ড আলেকজেন্ডার" বা "নেতা আলেকজেন্ডার"; আলবেনীয়: Gjergj Kastrioti Skënderbeu) নামেই পরিচিত জর্জ কাস্ক্রিয়োটি সেকেন্দার বেগ (৬ মে, ১৪০৫ - ১৭ জানুয়ারী, ১৪৬৮), ছিলেন ১৫-শতকের একজন আলবেনীয় সামন্ত রাজা। উসমানীয় সম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অন্যতম প্রধান খ্রিস্টান ব্যক্তিত্ব হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি আলবেনীয়ার জতীয় বীর হিসেবে পরিচিত।

জর্জ কাস্ক্রিয়োটি সেকেন্দার বেগ
ডোমিনাস আলবেনিয়া (লর্ড অফ আলবেনিয়া)
উফিজি, ফ্লোরেন্স-এ সংরক্ষিত সেকেন্দার বেগের প্রতিকৃতি
রাজত্বকাল১৪৪৩-১৪৬৮
জন্ম(১৪০৫-০৫-০৬)৬ মে ১৪০৫[G]
জন্মস্থানসাইন,[A] Principality of Kastrioti, বর্তমানে আলবেনিয়া
মৃত্যু১৭ জানুয়ারি ১৪৬৮(1468-01-17) (বয়স ৬২)
মৃত্যুস্থানAlessio (Lezhë), Republic of Venice, বর্তমানে আলবেনিয়া
সমাধিস্থলসেন্ট নিকোলাস চার্চ অফ ল্যাচি, আলবেনিয়া
পূর্বসূরিজন কাস্ক্রিয়োটি
দাম্পত্যসঙ্গীডোনিকা কাস্ক্রিয়োটি
রাজবংশকাস্ক্রিয়োটি
পিতাজন কাস্ক্রিয়োটি
মাতাVojsava Tripalda
সন্তানাদিজন কাস্ক্রিয়োটি - II
ধর্মবিশ্বাসখ্রিস্টান
ইসলাম (converted)
খ্রিস্টান (converted)
স্বাক্ষরচিত্র:Skanderbeg signature (2).svg
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.