সেই তুমি
সেই তুমি এল আর বি ব্যান্ডের একটি জনপ্রিয় গান যেটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন আইয়ুব বাচ্চু।[1] গানটি সুখ অ্যালবামের অন্তর্গত যেটি ১৯৯৪ সালে মুক্তি পায়। গানটি বাংলাদেশ ও ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।[2] গানটিকে বাংলা ব্যান্ড সংগীতের জগতে অন্যতম সেরা গান হিসেবে ধরা হয়। ২০১৮ সালে 'ক্রসস্টিচ' নামের একটি পাকিস্তানি পোশাক প্রতিষ্ঠান গানটির বাঁশির সংস্করণকে হুবহু নকল করে তাদের পোশাকের বিজ্ঞাপনে আবহ সংগীত হিসেবে ব্যবহার করে। অনুমতি ছাড়া গানটি ব্যবহার করার জন্য প্রতিষ্ঠানটি সমালোচিত হয়।[3][4][5][6]
"সেই তুমি" | |
---|---|
সুখ অ্যালবাম থেকে | |
আইয়ুব বাচ্চু কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
প্রকাশিত | ১৯৯৪ |
দৈর্ঘ্য | ০৭:১৩ |
গান লেখক | আইয়ুব বাচ্চু |
সঙ্গীত রচয়িতা | আইয়ুব বাচ্চু |
গীতিকার | আইয়ুব বাচ্চু |
তথ্যসূত্র
- "আইয়ুব বাচ্চুর 'সেই তুমি...'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
- "দরজার ওপাশে..."। কালের কণ্ঠ। ১৯ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
- "পাকিস্তানের বিজ্ঞাপনে অনুমতি ছাড়া বাচ্চুর 'সেই তুমি'"। প্রিয়.কম। ১৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
- "আইয়ুব বাচ্চুর 'সেই তুমি' অনুমতি ছাড়াই পাকিস্তানি বিজ্ঞাপনে"। চ্যানেল আই অনলাইন। ১৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
- "আইয়ুব বাচ্চুর 'সেই তুমি'র নকল হল পাকিস্তানে"। সময়নিউজ। ১৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
- "অনুমতি ছাড়াই পাকিস্তানে বিজ্ঞাপনচিত্রে আইয়ুব বাচ্চুর গানের সুর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.