সুসুমু তোনেগাওয়া

সুসুমু তোনেগাওয়া একজন জাপানি বিজ্ঞানী। তিনি ১৯৮৭ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

সুসুমু তোনেগাওয়া
জন্ম (1939-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৩৯
নাগোয়া, জাপান
জাতীয়তাজাপান
কর্মক্ষেত্রজিনতত্ত্ব, ইমিউনোলজি, নিউরোসায়েন্স
প্রতিষ্ঠান
  • এমআইটি
  • RIKEN Brain Science Institute
  • হাওয়ার্ড হিউস মেডিকেল ইন্সটিটিউট
প্রাক্তন ছাত্র
শিক্ষায়তনিক উপদেষ্টাবৃন্দ
  • Masaki Hayashi
  • Renato Dulbecco
পরিচিতির কারণAntibody diversity
যাদেরকে প্রভাবিত
করেছেন
Adrian Hayday (postdoc)[1]
উল্লেখযোগ্য
পুরস্কার
ওয়েবসাইট
tonegawalab.mit.edu/susumu-tonegawa

জীবনী

তোনেগাওয়া ১৯৩৯ সালের ৬ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় জন্মগ্রহণ করেন। তিনি কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ১৯৬৩ সালে রসায়নে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো থেকে ১৯৬৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সক ইন্সটিটিউটে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন। তিনি ১৯৮১ সালে এমআইটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। [2][3][4][5][6][7]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.