সুমথনাথ ঘোষ
সুমথনাথ ঘোষ (জন্ম:১৯০৯ - মৃত্যু:১৯৮৪) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক। একশোরও বেশি বই লিখেছেন সুমথনাথ৷ তার প্রথম উপন্যাস ‘বাঁকা স্রোত’৷ ১৯৩৪-এর মার্চে ঘনিষ্ট বন্ধু ও সুসাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্রের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন করেন ‘মিত্র ও ঘোষ প্রকাশনা’৷[1] শিশু-কিশোরদের জন্য তিনি লিখেছেন ‘মোহন সিং-এর বাঁশি’, ‘ছোটদের বিশ্বসাহিত্য’ প্রভৃতি। তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে আলেকজেন্ডার দুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’, ওয়াল্টার স্কটের ‘আইভ্যান হো’, চার্লস ডিকেন্সের ‘ডেভিড কপারফিল্ড’ প্রভৃতি।[2] [3] তার লিখিত ভ্রমণকাহিনি, উপন্যাস সুদূরের পিয়াসী, বাঁকা স্রোত, প্রভৃতি বাংলা সাহিত্যে বিশেষ আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো।[4]

Sumothonath Ghosh along with bengali literary luminaries of 70s
গজেন্দ্রকুমার মিত্রের সঙ্গে মাসিক সাহিত্যিক পত্রিকায় তিনি 'কথাসাহিত্য' শুরু করেন।
তথ্যসূত্র
- "Writers"। Mitra and Ghosh Publishers Pvt. Ltd.। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫।
- শতবর্ষে সাহিত্যিক সুমথনাথ ঘোষ
- "পুস্তক পরিচয় ২"। anandabazar। ১৮ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.