সুপারস্টার সিঙ্গার
সুপারস্টার সিঙ্গার হচ্ছে একটি গানভিত্তিক রিয়্যালিটি অনুষ্ঠান, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়। এই অনুষ্ঠানে ২ হতে ১৫ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে।[2]
সুপারস্টার সিঙ্গার | |
---|---|
![]() | |
ধরণ | আপাতবাস্তব |
উন্নয়নকারী | টিসিটি এবং স্টুডিও নেক্সট প্রোডাকশন |
সৃজনশীল পরিচালক(বৃন্দ) | নীরজ শর্মা[1] |
উপস্থাপক | জয় ভানুশালী
|
বিচারকবৃন্দ | |
আবহ সঙ্গীত রচয়িতা | হিমেশ রেশামিয়া |
উদ্বোধনী সঙ্গীত | "সুপারস্টার সিঙ্গার" |
সমাপনী সঙ্গীত | "সুপারস্টার সিঙ্গার" |
প্রস্তুতকারক দেশ | ![]() |
মূল ভাষা | হিন্দি |
মৌসুম সংখ্যা | ১ |
পর্বসংখ্যা | ৩০ |
নির্মাণ | |
ক্যামেরা সেটআপ | বহু-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ৯০ মিনিট |
প্রোডাকশন কোম্পানি | ফ্রেমস প্রোডাকশন |
পরিবেশক | সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া |
সম্প্রচার | |
মূল চ্যানেল | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন |
ছবির ফরম্যাট | HDTV ১০৮০আই ৫৭৬আই |
মূল প্রদর্শনী | ২৯ জুন ২০১৯ – ৬ অক্টোবর ২০১৯ |
বহিঃসংযোগ | |
Superstar Singer | |
নির্মাতার ওয়েবসাইট |
অডিশন
২০১৯ সালের ১৩রা মার্চ তারিখে এই অনুষ্ঠানে প্রচারমূলক ভিডিও প্রকাশিত হয়েছিল এবং দেশের বিভিন্ন শহর জুড়ে একই বছরের ২৩শে মার্চ তারিখ হতে থেকে অডিশন শুরু হয়েছিল; যা ২০১৯ সালের ২১শে এপ্রিল তারিখে শেষ হয়েছিল।
বিচারকগণ
প্রথম আসরের জন্য, এই অনুষ্ঠানটি হিমেশ রেশামিয়া, জাভেদ আলী এবং অলকা ইয়াগনিক বিচারকার্যের দায়িত্বে ছিলেন।
২০১৯ সালের ২৯শে জুন তারিখে এই অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হয়েছে।[3][4][5]
প্রশিক্ষক
প্রথম আসরের জন্য বিচারকদের পাশাপাশি আরও চারজন প্রশিক্ষক/অধিনায়ক ছিল; যারা প্রতিযোগীদের আরও ভাল পারফরম্যান্সের জন্য প্রশিক্ষণ দিতে এসেছিলেন।[6]
- নিতিন কুমার
- সালমান আলী
- জ্যোতিকা টাংরি
- শচীন কুমার বাল্মীকি
তথ্যসূত্র
- Sony Entertainment Television Presents Their Next Homegrown IP 'Superstar Singer'
- "After Super Dancer, Sony TV launches Superstar Singer. Here's how your kid can apply"। India Today। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০১।
- "Javed Ali to judge singing-based reality show SuperStar Singer"। India Today। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০১।
- "Himesh Reshammiya and Javed Ali to judge singing reality show"। Mumbai Mirrors। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০১।
- indianexpress
.com /article /entertainment /television /alka-yagnik-on-kids-reality-shows-superstar-singer-5806633 / - superstar%20singer%20captains
আরো দেখুন
- সা রে গা মা পা লি'ল চ্যাম্পস
- ইন্ডিয়ান আইডল জুনিয়র
- লাভ মি ইন্ডিয়া
- দ্য ভয়েস ইন্ডিয়া কিডস
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.