সুনামগঞ্জ মেডিকেল কলেজ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জ বাংলাদেশের একটি সরকারি মেডিকেল কলেজ। [3]
ধরন | সরকারী মেডিকেল কলেজ [1] |
---|---|
ঠিকানা | সুনামগঞ্জ-সিলেট সড়কের পশ্চিমপাশে ও মরা সুরমা নদীর পূর্ব তীরে (সড়ক ও নদীর মধ্যবর্তী স্থানে) [2] , মদনপুর সুনামগঞ্জ , |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | সু.মে.ক |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
সুযোগে সুবিধা
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মোট ২৯টি আধুনিক ভবন নির্মাণ করা হবে। এর ভেতরে থাকবে খেলার মাঠ ও পুকুর। ইতোমধ্যে ৩৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নির্মাণ করা হবে একটি হাসপাতাল ভবন, একটি একাডেমিক ভবন, একটি করে ছাত্র ও ছাত্রী নিবাস, একটি করে পুরুষ ও মহিলা ইন্টার্ন চিকিৎক ডরমেটরি, অবিবাহিত পুরুষ ও মহিলা চিকিৎসকদের জন্য একটি করে আবাসিক ভবন, স্টাফ নার্স ডরমেটরি, জরুরি সেবায় নিয়োজিত পুরুষ ও নারী কর্মচারীদের জন্য একটি করে ভবন, একটি নার্সিং কলেজ ভবন, নার্সিং শিক্ষার্থী নিবাস একটি, একটি মর্গ, ব্যায়ামাগার, মসজিদ, বিদ্যুত সাব স্টেশন, কাপড় ধোয়ার জন্য লন্ড্রি, অধ্যক্ষ ও পরিচালকের বাসভবন, বিভিন্ন আয়তনের ৬টি আবাসিক ভবন, পাবলিক টয়লেট, মেডিকেল বর্জ ব্যবস্থাপনা ভবন, স্যুয়ারেজ বর্জ ব্যবস্থাপনা ভবন। হাসপাতাল ভবন ও একাডেমিক ভবনের মধ্যে একটি লিংক করিডোর স্থাপন করা হবে।[4]
অবস্থান
সুনামগঞ্জ-সিলেট সড়কের পশ্চিমপাশে ও মরা সুরমা নদীর পূর্ব তীরে (সড়ক ও নদীর মধ্যবর্তী জমিতে) পূর্ব নির্ধারিত মদনপুর এলাকায়ই সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হবে। [5]
আরও দেখুন
তথ্যসূত্র
- সুনামগঞ্জের মদনপুরে মেডিকেল কলেজ হচ্ছে দৈনিক সিলেট ডট কম | October 22, 2017
- প্রিন্ট সুনামগঞ্জে মেডিকেল কলেজঃফেসবুকে নানা মতজুন সুনামগঞ্জ বার্তা | ১৪, ২০১৭
- সুনামগঞ্জ মেডিকেল কলেজে আগামী বছরেই ভর্তি বাংলা ভাষী | ১৫ এপ্রিল, ২০১৮
- সুনামগঞ্জ মেডিকেল কলেজের মাস্টারপ্ল্যান অনুমোদন দৈনিক সুনামগঞ্জের খবর
- প্রস্তাবিত স্থানে মেডিকেল কলেজ চান না সুনামগঞ্জের বিশিষ্টজনরা সিলেটভিউ২৪ডটকম | ১৭ জুন ২০১৭ | এমএইচ | পিডি