সুন সু

সুন সু যিনি সুন যু বা সুনযি[1] নামেই বেশি পরিচিত, (সরলীকৃত চীনা: 孙子; প্রথাগত চীনা: 孫子; ফিনিন: Sūnzǐ; (উচ্চারণ [swə́n tsɨ̀]), ছিলেন প্রাচীন চীনের একজন সমরনায়ক, যুদ্ধকৌশলী ও দার্শনিক। তাকে "দ্য আর্ট অফ ওয়ার" বা "রণকৌশল" নামক যুদ্ধবিদ্যার প্রাচীন চৈনিক বইটির রচয়িতা হিসেবে বিবেচনা করা হয়। আর্ট অব ওয়ার এর রচয়িতা এবং একজন কিংবদন্তি চরিত্র হিসেবে সুন সু চৈনিক ও এশীয় ইতিহাস ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব রেখেছেন।

সুন সু
সুন সু'র মূর্তি, জাপান
জন্মখ্রিষ্টপূর্ব ৫৪৪
মৃত্যুখ্রিষ্টপূর্ব ৪৯৬
পেশাসমরনায়ক ও যুদ্ধকৌশলী
সময়কালWarring States
বিষয়সমরবিদ্যা
উল্লেখযোগ্য রচনাবলিরণকৌশল"

ইতিহাসবিদদের মতে, ঐতিহাসিক চরিত্র হিসেবে সুন সু'র প্রামাণ্যতা প্রশ্নবিদ্বকর। সাধারণত তাকে চীনের বসন্ত ও শরৎ যুগের (সময়কালঃ খ্রিষ্টপূর্ব ৭২২- খ্রিষ্টপূর্ব ৪৮১) ঊ রাজ্যের রাজা হেলুর একজন সেনানায়ক হিসেবে মনে করা হয়। তবে আধুনিক গবেষকগণ তাকে "ওয়ারিং স্টেট পিরিয়ড" বা "যুদ্ধরত রাজ্য" সময়কার একজন মনে করেন। কারণ, তার রচিত "আর্ট অব ওয়ার" এর যুদ্ধ-বিগ্রহের বর্ণনার সঙ্গে তারা "যুদ্ধরত রাজ্য" সময়কার প্রথমদিকে রচিত অন্যান্য রচনার মিল খুঁজে পান।[2]

প্রাচীন বর্ণনামতে, সুন সু'র বংশধর সুন বিনও রণকৌশলের উপর একটি পুস্তক রচনা করেন, যা "সুন বিনের রণকৌশল" নামে পরিচিত। ১৯৭২ সালে সুন বিনের বইটির হদিস পাওয়ার আগ পর্যন্ত কোন কোন ইতিহাসবিদ সুন সু ও সুন বিন একই ব্যক্তি বলে ধারণা করত। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে সুন সু'র আর্ট অব ওয়ার পশ্চিমা সমাজে জনপ্রিয়তা ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পায়। তার রচনাবলী এশীয় ও পশ্চিমা রাজনীতি ও সংস্কৃতিতে এখনও প্রভাব বিস্তার করে চলেছে।

তথ্যসূত্র

  1. "Zi" (子; "Tzu" in Wade-Giles transliteration) was used as a suffix for the family name of a respectable man in ancient Chinese culture. In this case, "Zi" is not the personal name. It is a rough equivalent to "Sir" and is commonly translated into English as "Master".
  2. Sawyer 2007, পৃ. 421–422

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.