সুজাবাদ কেল্লা
সুজাবাদ কেল্লা ঝালকাঠি শহরের একটা ঐতিহাসিক স্থাপনা।
ঝালকাঠি শহরের পাশ দিয়ে বয়ে চলা সুগন্ধা নদীর পাড়ে এর অবস্থান। মোঘল রাজপুত্র এবং বাংলার সুবেদার শাহ সুজা তার ভাই আওরাংগজেব এর রোশানল থেকে রক্ষা পেতে এখানে এই কেল্লা নির্মাণ করেন ও আত্মগোপন করেন।
মোঘল সম্রাট আওরঙ্গজেব মগ ও বর্মী জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য তার ভ্রাতা শাহ্ সুজাকে বরিশাল অঞ্চলে প্রেরণ করেন। জনশ্রুতি অনুসারে কেল্লা দু’টি একরাতের মধ্যে তৈরি করা হয়েছিল। এ কারণে এ কেল্লা ভূতের গড় নামে পরিচিত। বরিশাল-ঝালকাঠি মহাসড়কের মাঝামাঝি দক্ষিণ পাশে গৌরবময় অতীতের শৌর্যবীর্যের কাহিনী ধারণ করা ঐতিহাসিক কেল্লার অতি সামান্য চিহ্নই বর্তমানে চোখে পড়ে। এটি ১৭৪৬ থেকে ১৭৫৬ সালের মধ্যে হিন্দু সমাজ কর্তৃক নির্মিত হয়। স¤্রাট আওরঙ্গজেবের ভাই শাহ সুজার নামানুসারে সুজাবাদের কেল্লা হিসেবে এর নামকরণ করা হয়। কেল্লাদ্বয়ের একটি মাটি এবং অন্যটি ইট দ্বারা তৈরি করা। কেল্লাটি এখন ধ্বংসপ্রায়। সংরক্ষনের ব্যবস্থা নেই।