সুখোই
সুখোই কোম্পানি একটি প্রধান রাশিয়ান এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর মস্কোতে। এটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ডিভিশন | |
শিল্প | অ্যারোস্পেস and প্রতিরক্ষা |
প্রতিষ্ঠাকাল | as OKB-51, 1939 |
সদরদপ্তর | মস্কো, রাশিয়া |
প্রধান ব্যক্তি | পাভেল সুখোই, প্রতিষ্ঠাতা |
পণ্যসমূহ | মিলিটারি এয়ারক্রাফট বেসামরিক উড়োজাহাজ |
মূল প্রতিষ্ঠান | ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন |
ওয়েবসাইট | www.sukhoi.org/eng/ |

Sukhoi Superjet 100 (Campeche, Mexico)
ইতিহাস
ব্যবহার
সুখোই এর এসইউ-২৪, এসইউ-২৫, এসইউ-২৭, এসইউ-৩০, এসইউ-৩৪, এসইউ-৩৫ এবং এসইউ-৩৩ এয়ারক্রাফটসমূহ রাশিয়ান বিমানবাহিনী ও নৌবাহিনীতে ব্যবহৃত হয়। সুখোই অ্যাটাক এবং জঙ্গিবিমানসমূহ আর্মেনিয়া, চীন, ভারত, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইরাক, স্লোভাকিয়া, হাঙ্গেরি, জর্জিয়া,জার্মানি, সিরিয়া, আলজেরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, আফগানিস্তান, ইয়েমেন, মিশর, লিবিয়া, ইরান, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, পেরু, ইরিত্রিয়া এবং ইন্দোনেশিয়াকে সরবরাহ করা হয়েছে। ২০০৬ সালের জুলাইয়ে ভেনেজুয়েলা ৩০টি এসইউ-৩০ ক্রয়ের জন্য চুক্তি করে। রপ্তানি চুক্তি অনুসারে ২০০০ এর অধিক সুখোই এয়ারক্রাফট বিভিন্ন দেশে সরবরাহ করা হয়েছে।
উৎপাদন
- এসইউ-2: 1937, লাইট বোম্বার এয়ারক্রাফট
- এসইউ-7 "Fitter" and "Moujik": গ্রাউন্ড-অ্যাটাক এয়ারক্রাফট
- এসইউ-9 "Fishpot" and "Maiden": 1956, ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-11 "Fishpot-C": 1958, ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-15 "Flagon": 1962, ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-17/এসইউ-20/এসইউ-22 "Fitter": গ্রাউন্ড-অ্যাটাক এয়ারক্রাফট
- এসইউ-24 "Fencer": 1970, jet বোম্বার, অ্যাটাক এয়ারক্রাফট
- এসইউ-25 "Frogfoot": 1975, গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট
- এসইউ-26: 1984, single seat aerobatic এয়ারক্রাফট (civil)
- এসইউ-27 "Flanker": 1977, এয়ার সুপিরিওরিটি ফাইটার
- এসইউ-29: 1991, double seat aerobatic এয়ারক্রাফট (civil)
- এসইউ-30 Flanker-C: 1993, মাল্টিরোল স্ট্রাইক ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-30MK-2 "Flanker-G": মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-30MKK "Flanker-G": স্ট্রাইক-ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-30MKI "Flanker-H": এয়ার সুপিরিওরিটি ফাইটার
- এসইউ-31: 1992, single seat aerobatic এয়ারক্রাফট (civil)
- এসইউ-33 "Flanker-D": 1987, carrier-based মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-34/এসইউ-32 "Fullback": 2006, "Platypus", স্ট্রাইক-ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-27M/এসইউ-35 "Flanker-E": 1995, এয়ার সুপিরিওরিটি ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-35BM: 4++ generation মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট
- এসইউ-80: a twin-turboprop STOL transport এয়ারক্রাফট
- এসইউperjet 100: 2008, regional jet
- Irkut MS-21: narrow-body jet এয়ারলাইনার
গ্যালারি
- Polish Air Force Su-22UM-3K "Fitter" (export version of the Su-17) at RIAT 2010
- Decommissioned Polish Su-20 'Fitter' (export version of Su-17)
- Indian Sukhoi Su-30MKI
- Russian Knights Sukhoi Su-27
- Superjet 100 RJ
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে সুখোই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Company web site
- www.sukhoi.ru—Other sources
- Sukhoi pages—Russian Aviation Museum
- Опытно-конструкторское бюро Сухого @biograph.ru (রুশ)
- "Russian plane firm challenges West" by Jorn Madslien, BBC News
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.