সুইডেনের প্রদেশসমূহ
সুইডেনের প্রদেশসমূহ বা লান্দস্কাপ (landskap) ১৬৩৪ সাল পর্যন্ত সুইডেনের বিভাগ হিসেবে স্বীকৃত হত। এরপর সুইডেনকে কাউন্টিতে ভাগ করা হয়। বর্তমানে এই ২৫টি প্রদেশের কোন প্রশাসনিক কার্যক্ষমতা নাই। মূলত ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণে এগুলোর ধারণা এখনো সুইডেনের প্রশাসনে টিকে আছে।
কিছু কিছু ক্ষেত্রে কাউন্টি ও প্রদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন দালারনা কাউন্টি ও দালারনা প্রদেশ একই ভূখণ্ড নির্দেশ করে। তাছাড়া কাউন্টিগুলোর সীমা পালটায় এবং ৯০-এর দশকের পর অনেক নতুন কাউন্টি হয়েছে। কিন্তু প্রদেশগুলোর ঐতিহাসিক সীমা শতাব্দীর পর শতাব্দী ধরে একই রয়ে গেছে।
প্রদেশসমূহ
সুইডেন তিনটি বিভাগে বা land-এ বিভক্ত: ইয়োতালান্দ, স্ভেয়ালান্দ ও নরলান্দ। নিচে এই তিন বিভাগের অন্তর্গত প্রদেশগুলোর তালিকা দেয়া হল।
গেতালান্দ
- ব্লেকিঙে (Blekinge)
- বুহুসল্যান (Bohuslän)
- দাল্সলান্দ (Dalsland)
- গৎলান্দ (Gotland)
- হাল্লান্দ (Halland)
- স্কনে (Skåne)
- স্মলান্দ (Småland)
- ভেস্তেরিয়োৎলান্দ (Västergötland)
- ওলান্দ (Öland)
- ওস্তেরিয়োৎলান্দ (Östergötland)
স্ভেয়ালান্দ
- দালারনা (Dalarna)
- ন্যার্কে (Närke)
- সোদারমানলান্দ (Södermanland)
- উপলান্দ (Uppland)
- ভ্যার্মলান্দ (Värmland)
- ভেস্তমানলান্দ (Västmanland)
নরলান্দ
- ইয়েস্ত্রিকলান্দ (Gästrikland)
- হেল্সিংলান্দ (Hälsingland)
- হ্যারিয়েদালেন (Härjedalen)
- ইয়েম্ৎলান্দ (Jämtland)
- লাপলান্দ (Lappland)
- মেদেলপাদ (Medelpad)
- নরবত্তেন (Norrbotten)
- ভেস্তেরবত্তেন (Västerbotten)
- অঙেরমানলান্দ (Ångermanland)
আরও দেখুন
![]() The Flag of India, adopted on July 22, 1947. |
সুইডেনের প্রদেশসমূহ |
---|---|
প্রদেশ | লাপলান্দ • নরবত্তেন • ইয়েম্ৎলান্দ • ভেস্তেরবত্তেন • অঙেরমানলান্দ • হ্যারিয়েদালেন • মেদেলপাদ • হেল্সিংলান্দ • দালারনা • ইয়েস্ত্রিকলান্দ • ভ্যার্মলান্দ • ভেস্তমানলান্দ • উপলান্দ • দাল্সলান্দ • ন্যার্কে • সোদারমানলান্দ • বুহুসল্যান • ভেস্তেরিয়োৎলান্দ • ওস্তেরিয়োৎলান্দ • হাল্লান্দ • স্মলান্দ • ওলান্দ • স্কনে • ব্লেকিঙে • গৎলান্দ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.