সিলেটি ব্রেইল লিপি
ছিলটি ব্রেইল(ইংরেজি: Syloti braille) হল একটি ব্রেইল লিখন পদ্ধতি যা ছিলটি ভাষার জন্য ব্যবহৃত হয়।[1] এই নিবন্ধটিতে ছিলটি ব্রেইলের পরিচিতি দেওয়া হয়েছে। ছিলটি ব্রেইল বাংলা ও অসমীয়া ভাষার সাথে সম্পর্ক যুক্ত, ফলে ছিলটি ব্রেইল অসমীয়া এবং বাংলা ভাষার জন্যও ব্যবহার করা হয়।ইউনেস্কো মতে (২০১৩),[2] এই ব্রেইল ভারত ও বাংলাদেশে বাংলা ও অসমীয়ায় ব্যবহারে কিছু টা ভিন্নতা রয়েছে, তবে সিলটি ভাষার ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই।[3]
⠎⠍⠎⠈⠞ ⠍⠜⠝⠥⠯ ⠎⠈⠃⠜⠮⠔⠝⠘⠜⠃⠑ ⠎⠍⠜⠝ ⠍⠗⠈⠽⠜⠙⠜ ⠁⠑⠃⠁⠰ ⠁⠁⠮⠊⠅⠜⠗ ⠝⠊⠢⠑ ⠚⠝⠈⠍⠛⠈⠗⠓⠼ ⠅⠗⠑⠲ ⠞⠜⠄⠙⠑⠗ ⠃⠊⠃⠑⠅ ⠁⠑⠃⠁⠰ ⠃⠥⠙⠈⠮⠊ ⠁⠜⠡⠑⠆ ⠎⠥⠞⠗⠜⠰ ⠎⠅⠇⠑⠗⠁⠊ ⠁⠑⠅⠑ ⠁⠁⠏⠗⠑⠗ ⠏⠈⠗⠞⠊ ⠘⠈⠗⠜⠞⠐⠗⠞⠈⠃⠎⠥⠇⠘ ⠍⠝⠕⠘⠜⠃ ⠝⠊⠢⠑ ⠁⠜⠉⠗⠼ ⠅⠗⠜ ⠁⠥⠉⠊⠞⠲
সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত।
সিলেটি ব্রেইল | |
---|---|
ধরন | |
ভাষাসমূহ | ছিলটি |
উদ্ভবের পদ্ধতি | সোনোগ্রাফি
|
মুদ্রণ ভিত্তি | ছিলটি নাগরী লিপি |
ছিলটি ব্রেইল লেখচিত্র
ব্যঞ্জনবর্ণ
মুদ্রণ | ꠇ/ক | ꠈ/খ | ꠉ/গ | ꠊ/ঘ | ꠋ/ঙ | ꠌ/চ | ꠍ/ছ | ꠎ/জ | ꠏ/ঝ |
---|---|---|---|---|---|---|---|---|---|
ছিলেট | ![]() |
মুদ্রণ | ꠐ/ট | ꠑ/ঠ | ꠒ/ড | ꠓ/ঢ | ꠔ/ত | ꠕ/থ | ꠖ/দ | ꠗ/ধ | ꠘ/ন |
---|---|---|---|---|---|---|---|---|---|
ছিলেট | ![]() |
মুদ্রণ | ꠙ/প | ꠚ/ফ | ꠛ/ব | ꠜ/ভ | ꠝ/ম | ꠞ/র | ꠟ/ল |
---|---|---|---|---|---|---|---|
ছিলেট | ![]() |
মুদ্রণ | ꠡ/স | ꠢ/হ | ꠠ/ড় |
---|---|---|---|
ছিলেট |
সংশোধক বর্ণ
মুদ্রণ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
্ | ং | ঃ | ঁ | ঽ | । | ||||||
ছিলেট | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() |
আরও দেখুন
- ব্রেইল লিখন পদ্ধতি
- ছিলটি নাগরী লিপি
- ছিলটি
- ছিলেটি
- ছিলেট
তথ্যসূত্র
- বই: সিলেটি ভাষা ও ব্যাকরণ: লিখন পদ্ধতি সমূহ: ব্রেইল লিখন পদ্ধতি
- বিশ্ব ব্রেইল ব্যবহার, ইউনেস্কো, 2013
- "সিলটি ব্রেইল লিপি"। Wikiwand। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪।
টেমপ্লেট:ছিলেটি ভাষার বিষয় সমূহ