সিলেটি ব্রেইল লিপি

ছিলটি ব্রেইল(ইংরেজি: Syloti braille) হল একটি ব্রেইল লিখন পদ্ধতি যা ছিলটি ভাষার জন্য ব্যবহৃত হয়।[1] এই নিবন্ধটিতে ছিলটি ব্রেইলের পরিচিতি দেওয়া হয়েছে। ছিলটি ব্রেইল বাংলা ও অসমীয়া ভাষার সাথে সম্পর্ক যুক্ত, ফলে ছিলটি ব্রেইল অসমীয়া এবং বাংলা ভাষার জন্যও ব্যবহার করা হয়।ইউনেস্কো মতে (২০১৩),[2] এই ব্রেইল ভারত ও বাংলাদেশে বাংলা ও অসমীয়ায় ব্যবহারে কিছু টা ভিন্নতা রয়েছে, তবে সিলটি ভাষার ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই।[3]

⠎⠍⠎⠈⠞ ⠍⠜⠝⠥⠯ ⠎⠈⠃⠜⠮⠔⠝⠘⠜⠃⠑ ⠎⠍⠜⠝ ⠍⠗⠈⠽⠜⠙⠜ ⠁⠑⠃⠁⠰ ⠁⠁⠮⠊⠅⠜⠗ ⠝⠊⠢⠑ ⠚⠝⠈⠍⠛⠈⠗⠓⠼ ⠅⠗⠑⠲ ⠞⠜⠄⠙⠑⠗ ⠃⠊⠃⠑⠅ ⠁⠑⠃⠁⠰ ⠃⠥⠙⠈⠮⠊ ⠁⠜⠡⠑⠆ ⠎⠥⠞⠗⠜⠰ ⠎⠅⠇⠑⠗⠁⠊ ⠁⠑⠅⠑ ⠁⠁⠏⠗⠑⠗ ⠏⠈⠗⠞⠊ ⠘⠈⠗⠜⠞⠐⠗⠞⠈⠃⠎⠥⠇⠘ ⠍⠝⠕⠘⠜⠃ ⠝⠊⠢⠑ ⠁⠜⠉⠗⠼ ⠅⠗⠜ ⠁⠥⠉⠊⠞⠲
সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত।

সিলেটি ব্রেইল
ধরন
ভাষাসমূহছিলটি
উদ্ভবের পদ্ধতি
সোনোগ্রাফি
মুদ্রণ ভিত্তি
ছিলটি নাগরী লিপি

ছিলটি ব্রেইল লেখচিত্র

স্বরবর্ণ

মুদ্রণ ꠀ/আꠁ/ইꠃ/উꠄ/এꠅ/ও
ছিলেট

ব্যঞ্জনবর্ণ

মুদ্রণ ꠇ/কꠈ/খꠉ/গꠊ/ঘꠋ/ঙꠌ/চꠍ/ছꠎ/জꠏ/ঝ
ছিলেট
মুদ্রণ ꠐ/টꠑ/ঠꠒ/ডꠓ/ঢꠔ/তꠕ/থꠖ/দꠗ/ধꠘ/ন
ছিলেট
মুদ্রণ ꠙ/পꠚ/ফꠛ/বꠜ/ভꠝ/মꠞ/রꠟ/ল
ছিলেট
মুদ্রণ ꠡ/সꠢ/হꠠ/ড়
ছিলেট

সংশোধক বর্ণ

মুদ্রণ
    
ছিলেট

সংখ্যা

সংখ্যা
ছিলেট

বিরামচিহ্ন

মুদ্রণ ,; :?!-
ছিলেট
মুদ্রণ ‘ ... ’[ ... ]/*
ছিলেট

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বই: সিলেটি ভাষা ও ব্যাকরণ: লিখন পদ্ধতি সমূহ: ব্রেইল লিখন পদ্ধতি
  2. বিশ্ব ব্রেইল ব্যবহার, ইউনেস্কো, 2013
  3. "সিলটি ব্রেইল লিপি"Wikiwand। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪

টেমপ্লেট:ছিলেটি ভাষার বিষয় সমূহ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.