সিডনি মেট্রো

সিডনি মেট্রো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের শহর সিডনির একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। মে ২০১৯ সালে সিডনি মেট্রোর উদ্বোধন করা হয়। এটি বর্তমানে ১৩ টি স্টেশন এবং ৩৬ কিমি ট্র্যাকের সঙ্গে একটি রেলপথ নিয়ে গঠিত। নিউ সাউথ ওয়েলস সরকারের ট্রান্সপোর্ট অথরিটি এনএসডাব্লু-এর অধীনে সিডনি মেট্রো সংস্থা দ্বারা মেট্রো ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করা হয় এবং এটি মেট্রো ট্রেন সিডনি দ্বারা পরিচালিত হয়।

সিডনি মেট্রো
তথ্য
মালিকট্রান্সপোর্ট অফ এনএসবব্লিউ
অবস্থানসিডনি
ধরনদ্রুতগামী গণপরিবহন
লাইনের সংখ্যা১ (পরিকল্পিত)
বিরতিস্থলের সংখ্যা১৩
১৭ (নির্মাণাধীন)
৩০ (মোট)
ওয়েবসাইটSydney Metro
কাজ
কাজ শুরু২৬ মে ২০১৯
পরিচালকনর্থইস্ট র‍্যাপিড ট্রান্সিট
গাড়ির সংখ্যা২২
অগ্রগতিভিড়ের সময় ৪ মিনিট অন্তর
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য৩৬ কিমি (২২ মা)
গতিপথ গেজ১,৪৩৫ mm (4 ft 8 12 in) standard gauge
ব্যবস্থার মানচিত্র

সিডনি মেট্রো নর্থওয়েস্ট নামে প্রথম পর্যায়টি ২৬ মে ২০১৯ সালে খোলা হয়, যা রাউস হিলকে চ্যাটসউড-এর সঙ্গে যুক্ত করেছে। সিডনি মেট্রো সিটি ও সাউথ ওয়েস্টে নির্মাণ শুরু হয়েছে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এর মাধ্যমে সিডনি হারবার পর্যন্ত এটি সম্প্রসারিত হবে এবং তারপরে রেলপথটি ব্যাংকটাউনে পৌঁছাবে।[1] এই পর্যায়ের রেলপথ ২০২৪ সালে খোলা হবে বলে আশা করা হচ্ছে। [6] সিডনি মেট্রো ওয়েস্ট নামে সিডনি সিবিডি এবং পাররামাট্টার মধ্যে একটি পৃথক লাইন জুন ২০১৮ সালে নিউ সাউথ ওয়েলস সরকার দ্বারা অর্থায়ন করার জন্য অনুমোদিত হয় [7] এবং আশা করা হয় ২০২০ সালের দ্বিতীয়ার্ধে লাইনটি খোলা হবে।[2][3][4]

এই পরিবহন ব্যবস্থাটি বর্তমানে অস্টেলিয়ার বৃহত্তম জন পরিবহন ব্যবস্থা। [5] এটি নিয়ন্তন করা হচ্ছে নিউ সাউথ ওয়েলস সরকারি পরিবহন সংস্থার দ্বারা।

তথ্যসূত্র

  1. Transport for New South Wales (জুন ২০১২)। Sydney's rail future: modernising Sydney's trains (PDF)
  2. "Sydney Metro: Info"sydneymetro.info। ১৩ জুলাই ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭
  3. "Sydney Metro an Australian first"mondaq.com। ৮ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৫
  4. "Don't worry about debt, Sydney needs this metro"The Sydney Morning Herald। ২৯ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৫
  5. "Sydney Metro"Transport for NSW। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.