সিটি অব লন্ডন

সিটি ওফ লন্ডন হল লন্ডন শহরের মূল বা কেন্দ্রীয় অংশ।এই অংশের আয়তন ২.৯০ বর্গকিলোমিটার (১.১২ মা) ।২০১১ সালের হিসাবে এখানে ৮,০৭২ জন বসবাস করেন।এটি ৫০ সালে রোমানরা নির্মাণ করেন।মূলত এখানে সেতু নির্মাণ এর পর সেতুকে কেন্দ্র করে সিটি ওফ লন্ডন গড়ে ওঠে।২০০ সালে সিটি ওফ লন্ডনকে মাটির পাচির দিয়ে ঘিরে ফেলা হয়ছিল শহরের অন্য অংশ থেকে পৃথক রাখতে।[2]

সিটি অব লন্ডন
শহর এবং কাউন্টি
ফেব্রুয়ারি ২০১৬ সালে থেমস নদীর দক্ষিণ তীর থেকে দেখা লন্ডন শহরের পূর্ব অংশ।

পতাকা

প্রতীক
ডাকনাম: বর্গমাইল, শহর
নীতিবাক্য: Domine Dirige Nos
("হে প্রভু আমাদেরকে পরিচালনা করো", লন্ডন কর্পোরেশনের শহরের নীতিবাক্য)
গ্রেটার লন্ডন মধ্যে লন্ডন শহর
স্থানাঙ্ক: ৫১.৫১৫৫° উত্তর ০.০৯২২° পশ্চিম / 51.5155; -0.0922
অবস্থাSui generis; শহর এবং কাউন্টি
সার্বভৌম রাষ্ট্রযুক্তরাজ্য
দেশইংল্যান্ড
অঞ্চললণ্ডন
রোমান উপনিবেশপ্রায় ৪৭ খ্রিস্টাব্দ
(Londinium)
Wessex পুনর্বাসিত৮৮৬ খ্রিস্টাব্দ
(Lundenburh)
ওয়ার্ডসমূহ
সরকার
  শাসকসিটি অব লন্ডন কর্পোরেশন
  লর্ড মেয়রThe Lord Mountevans[1]
  Town ClerkJohn Barradell
  প্রশাসনিক সদর দপ্তরGuildhall
  লন্ডন পরিষদUnmesh Desai (Lab) (শহর ও ইস্ট)
  সংসদ সদস্যMark Field (Con) (Cities of London and Westminster)
আয়তন
  মোট২.৯০ কিমি (১.১২ বর্গমাইল)
সর্বোচ্চ উচ্চতা২১ মিটার (৬৯ ফুট)
সর্বনিন্ম উচ্চতা মিটার (০ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট৮,০৭২
  জনঘনত্ব২৮০০/কিমি (৭২০০/বর্গমাইল)
 জনসংখ্যা স্থান ৩২৫/৩২৬
সময় অঞ্চলজিএমটি (ইউটিসি​)
  গ্রীষ্মকালীন (দিসস)বিএসটি (ইউটিসি+১)
পোস্ট কোডEC, WC, E
ONS code00AA
এলাকা কোড020
Patron saintসাধু পৌল
পুলিশ বাহিনীলন্ডন শহরের পুলিশ
ট্রান্সপোর্ট ফর লন্ডন জোনফেয়ার জোন ১; কনজেশন চার্জ জোন
ওয়েবসাইটcityoflondon.gov.uk

তথ্যসূত্র

  1. Jamie, Dunkley (৮ নভেম্বর ২০১৩)। "New Lord Mayor of London takes on role for City"London Evening Standard। London। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৪
  2. "London"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.