সিগিরিয়া

সিগিরিয়া (ইংরেজি: Sigiriya) (বাংলা: সিংহগিরি) সিংহলি: සීගිරිය, তামিল: சிகிரியா, pronounced see-gi-ri-yə) হচ্ছে শ্রীলংকার একটি অপূর্ব সুন্দর গুহামন্দির। ছয়শত ফুট উঁচু এক পাথর কেটে দুর্ভেদ্য প্রাসাদ বানিয়েছেন এক রাজা। প্রাসাদ অনেকটা মৌচাকের চাকের মতো। এই পাথর 'সিগিরিয়া রক' নামে ভুবন বিখ্যাত। সিগিরিয়া রকের আরেক নাম 'লায়ন রক'। এটি বৌদ্ধমন্দির হিসেবে চৌদ্দ শতক পর্যন্ত ব্যবহৃত হতো।[2]

Ancient City of Sigiriya
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানশ্রীলঙ্কা 
মানদণ্ডii, iii, iv[1]
তথ্যসূত্র202
স্থানাঙ্ক৭°৫৭′২৫″ উত্তর ৮০°৪৫′৩৫″ পূর্ব
শিলালিপির ইতিহাস1982 (6th সভা)
সিগিরিয়ার অবস্থান

সিগিরিয়া দুর্গের পাথরের প্রবেশপথটি একটি বিশাল সিংহমূর্তির মতো। সিংহমূর্তির অনেকখানি এখনো টিকে আছে। প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রীস্টপুর্ব ৫০০ শতাব্দী থেকেই সাধু সন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হত। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কাশ্যপ কোন যুদ্ধে পড়াজিত হয়ে ৪৯৫ খ্রীস্টাব্দ নাগাদ এই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন। পরবর্তীতে এটি বৌদ্ধদের মঠে পরিণত হয়। বর্তমানে এটি শ্রীলংকার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

তথ্যসূত্র

  1. http://whc.unesco.org/en/list/202.
  2. Ponnamperuma, Senani (২০১৩)। The Story of Sigiriya। Panique Pty Ltd। আইএসবিএন 978-0-9873451-1-0।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.