সিগমা অ্যালজেব্রা
একটি সেট X এর সিগমা অ্যালজেব্রা হচ্ছে X এর সাবসেটের একটি অশূন্য সেট যা এর সদস্য সেটের পূরক ও গণনাযোগ্য সংযোগের অধীনে আবদ্ধ। একটি সিগমা অ্যালজেব্রা সর্বদাই একটি অ্যালজেব্রা, তবে গণনাযোগ্য অসীম সংখ্যক অপারেশানকে সম্ভব করার জন্যে এতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে।
ধরা যাক X একটি সেট। তাহলে Σ একটি সিগমা অ্যালজেব্রা যদি:
- Σ একটি অশূন্য সেট হয়: অর্থাৎ অন্তত একটি হচ্ছে Σ এর সদস্য,
- Σ সেটের পূরক অপারেশনের অধীনে আবদ্ধ হয়: যদি হয়, তবে এবং
- Σ গণনাযোগ্য সেট সংযোগের অধীনে আবদ্ধ: যদি হয়, তাহলে ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Sigma Algebra from PlanetMath.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.