সালেহ আহমেদ (ক্রিকেটার, জন্ম ১৯৬৯)
মোহাম্মদ সালেহ আহমেদ যিনি তার ডাকনাম সোহেল দ্বারা বেশী পরিচিত। (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ফরিদপুর) হলেন প্রথম শ্রেণী এবং লিস্ট এ ক্রিকেট তালিকাভুক্ত একজন বাংলাদেশের ক্রিকেটার।
![]() বাংলাদেশী পতাকা | ||
ব্যাটিং স্টাইল | ডান হাতের ব্যাট | |
বোলিং টাইপ | বিরতি বন্ধ | |
প্রথম শ্রেণীর | তালিকা ক | |
ম্যাচ | ৫ | ৩ |
রান করেছেন | ১৫২ | ২২ |
ব্যাটিং গড় | ২১,৭১ | ১১.০০ |
100s / 50s | - / ১ | - / - |
সর্বোচ্চ স্কোর | ৫৩ | ২২ |
বোলস বোল্ড | ১৩৭৭ | ১৩৬ |
উইকেট | ১৯ | ৮ |
বোলিং গড় | ২৬,৫২ | ১২,৬২ |
ইনিংসে ৫ উইকেট | - | ১ |
ম্যাচে 10 উইকেট | - | - |
সেরা বোলিং | ৪/৫২ | ৫/৩৭ |
ক্যাচ / স্টাম্পিংস | ১ / - | ১ / - |
আত্মপ্রকাশ: ২০০০ শেষ উপস্থিতি: ২০০২ সূত্র: ক্রিকইনফো |
তিনি ডানহাতি ব্যাটসম্যান স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। ২০০০/২০০১ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্রিকেট টীমের হয়ে এবং ২০০১/২০০২ সালে তিনি খেলেছেন বরিশাল বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লীগ ওয়ান-ডে খেলেছেন।[1]
তথ্যসূত্র
- "সালেহ আহমেদ"
। ক্রিকেট আর্কাইভ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.