সালফিউরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”। এটির সংকেত H2SO4। সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়। সালফিউরিক এসিড পূর্বে ‘অয়েল অফ ভিট্রিয়ল’ নামে অভিহিত ছিল।
![]() | |
![]() | |
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
Sulfuric acid | |
অন্যান্য নাম
অয়েল অব ভিট্রিয়ল গন্ধকাম্ল গন্ধক দ্রাবক | |
শনাক্তকারী | |
সিএএস নম্বর |
|
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০২৮.৭৬৩ |
ইসি-নম্বর | 231-639-5 |
ই নম্বর | E৫১৩ (অম্লতা নিয়ন্ত্রক, ...) |
আরটিইসিএস নম্বর | WS5600000 |
ইউএন নম্বর | 1830 |
বৈশিষ্ট্য | |
আণবিক ভর | 98.08 g/mol |
বর্ণ | স্বচ্ছ, বর্ণহীন, ঘন্থহীন তরল |
গলনাঙ্ক | ১০ °সে (৫০ °ফা; ২৮৩ K) |
স্ফুটনাঙ্ক | ৩৩৭ °সে (৬৩৯ °ফা; ৬১০ K) |
অম্লতা (pKa) | −3 |
সান্দ্রতা | 26.7 cP (20 °C) |
ঝুঁকি প্রবণতা | |
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি) |
Corrosive (C) |
আর-বাক্যাংশ | আর৩৫ |
এস-বাক্যাংশ | (এস১/২), এস২৬, এস৩০, এস৪৫ |
এনএফপিএ ৭০৪ | ![]()
0
3
2 |
ফ্ল্যাশ পয়েন্ট | অদাহ্য |
সম্পর্কিত যৌগ | |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
তথ্যছক তথ্যসূত্র | |
প্রস্তুত প্রণালী
H2 + SO4 → H2SO4 এখানে হাইড্রজেন ও সালফেট এর রাসায়নিক বিক্রিয়ায় সালফিউরিক এসিড তৈরি হয়। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপনিও বলে এটি এসিড।
স্পর্শ চেম্বারে 400-500 C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5 প্রভাবকের উপস্থিতিতে SO2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3 উৎপন্ন করে
2SO2 + O2 → 2SO3 + 198 KJ
SO3 এর সাথে পানি যোগ করলে H2SO4 উৎপন্ন হয়
SO3 + H2O → H2SO4 (98%)
তবে এ পদ্ধতিতে তৈরি না করে নিচের পদ্ধতিতে তৈরি করা হয় | কারণ উপরোক্ত পদ্ধতিতে ধোয়ার সৃষ্টি হয় যা ল্যাবরেটরির পরিবেশ দূষিত করে
(98%) H2SO4 + SO3 → H2S2O7
H2S2O7 কে অলিয়াম বা পাইরো সালফিউরিক এসিড বলা হয়। H2S2O7 এর সাথে প্রয়োজনীয় পানি (H2O) যোগ করা হয়।
H2S2O7 + H2O → 2H2SO4
এভাবে প্রয়োজনীয় ঘনমাত্রার H2SO4 তৈরি করা হয়।
ভৌত ধর্মাবলী
এটি টক স্বাদযুক্ত এটি নীল লিটমাসকে লাল করে
রাসায়নিক ধর্মাবলী
এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে
H2SO4 + CaO = CaSO4 + H2ও
ব্যবহার
সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হল সালফিউরিক এসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশক সহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক, রাবারের ভলকানাইজিং, দিয়াশলাই, বারুদ, রেয়ন ও ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো তৈরিতে প্রচুর পরিমাণে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।