সারগাম (প্রতিষ্ঠান)

সারগাম বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সফল অডিও ক্যাসেট প্রযোজনাকারী প্রতিষ্ঠানগুলোর একটি।[1][2] ১৯৮৫ সালে তৎকালীন পশ্চিম জার্মানী ফেরত এক বাংলাদেশীর উদ্যোগে এই সারগামের যাত্রা শুরু হয়। সারগাম-এর প্রথম প্রকাশিত অ্যালবাম অবসকিউর ব্যান্ডের ভলিউম ১[3]

ইতিহাস

প্রতিষ্ঠার পর থেকেই সারগাম বিভিন্ন ধরনের অ্যালবাম বের করত। তার মাঝে ব্যান্ড গান ছাড়াও আধুনিক, পপ, রবীন্দ্র, নজরুল সহ সব ধারার জনপ্রিয় সব শিল্পীদের অ্যালবাম বের করতো। এর পাশাপাশি সারগাম থেকে মাঝে মাঝে ইংরেজি অ্যালবামও বের হত।

এর ক্যাসেটের কোণায় অ্যালবামের সংখ্যা লেখা থাকতো যেমনঃ সারগাম ১, সারগাম ২। এর ফলে প্রকাশিত অ্যালবামটি সারগামের কত তম অ্যালবাম সেটা সহজে বুঝা যেতো।[3]

বাংলা ব্যান্ডের পৃষ্ঠপোষকতা

বাংলা গানে ব্যান্ডের পথচলা সারগামের হাত ধরে শুরু হয় এবং অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে এর নাম সবচেয়ে উল্লেখ্যযোগ্য। বাংলাদেশে মেটাল ধারাকে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত করতে সারগামের ভূমিকা অবিস্মরণীয়।[4]

সারগাম প্রযোজনা করেছে এমন ব্যান্ডের তালিকাঃ

অ্যালবাম

সারগাম-এর প্রথম প্রকাশিত অ্যালবাম অবসকিউর ব্যান্ডের ভলিউম ১। এই অ্যালবামে ছিল মাঝ রাতে চাঁদ, ছাইরা গেলাম মাটির পৃথিবী, ভণ্ড বাবা সহ মোট ১২টি গান, যা তৎকালীন সময়ে খুবই জনপ্রিয় হয়েছিলো। এই অ্যালবামটি বাংলা ব্যান্ড গানের সর্বকালের সেরা অ্যালবামগুলোর একটি বিবেচনা করা হয়।

সারগাম থেকে অনেক ব্যান্ডের প্রথম অ্যালবাম বের হয়েছে, যারা পরবর্তিতে জনপ্রিয়তা পেয়েছে।

প্রযোজিত ব্যান্ডের প্রথম অ্যালবাম
ব্যান্ডের নামঅ্যালবামের নামসাল
অবসকিউরভলিউম ১১৯৮৫
রেঁনেসারেঁনেসা ১১৯৮৮
নোভানোভা ১- আহবান
এলআরবিডাবল অ্যালবাম ১ ও ২ (হকারঘুম ভাঙ্গা শহরে)
আর্কমুক্তিযুদ্ধ
উইনিংউইনিং ১
ওয়ারফেজওয়ারফেজ ১
ফিলিংসস্টেশন রোড
প্রমিথিউসস্বাধীনতা চাই

ব্যান্ডের পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের একক অ্যালবামেও ছিল সারগাম-এর আধিপত্য।

প্রযোজিত শিল্পীর একক অ্যালবাম[3]
শিল্পীর নামঅ্যালবামের নামসাল
ফেরদৌস আরাপথহারা পাখি১৯৮৫[5]
ফেরদৌস আরাআকাশের মিটি মিটি তারা[6]১৯৮৫
ফরিদা পারভীনলালনের গান[7]
তপন চৌধুরীসেলফ টাইটেলড (মনে করো)
শেখ ইশতিয়াকভাগ্যের ডাক্তার
জেমসঅনন্যা
আইয়ুব বাচ্চুময়না
সুমনা হককবিতা পড়ার প্রহর
শুভ্রদেবহ্যামিলনের বাঁশিওয়ালা
প্রযোজিত অন্যান্য অ্যালবাম[3]
শিল্পী/ ব্যান্ডের নামঅ্যালবামের নামসাল
অবসকিউরঅবসকিউর ২[8]১৯৮৮
ফিডব্যাকউল্লাস[9]
সোলসএ এমন পরিচয়১৯৯২
নকীব খানস্বপ্ন জড়ানো১৯৯৯[10]
নোভারাজাকারের তালিকা চাই
ফিলিংসজেল থেকে বলছি
ফ্রমওয়েস্টসে কেমন মেয়ে

তথ্যসূত্র

  1. অডিও গান এখন হাঁটছে চলচ্চিত্রের পথে, ০৩ মে ২০১৩।
  2. মাতৃভাষার গান, দৈনিক সমকাল, ৩১ মে, ২০১১।
  3. আন্ডারগ্রাউন্ড ব্যান্ড, মনোয়ারুল হক মনি, দৈনিক জনকন্ঠ, ২৬ এপ্রিল ২০১১।
  4. জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৪ তারিখে, রওশন আরা বিউটি, দৈনিক আজাদি, ৩০ জানুয়ারি, ২০১৪।
  5. ফেরদৌস আরা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ নভেম্বর ২০১৩ তারিখে, priyo.com।
  6. ফরিদা পারভীন, গুণীজন।
  7. অবসকিউরের অ্যালবাম
  8. এক মাকসুদুল হক ও ফিডব্যাক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০১৪ তারিখে, gunijon.com।

আরোও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.