সায়ীফ সালাহউদ্দিন

সায়ীফ সালাহউদ্দিন একজন বাংলাদেশী-মার্কিন বিজ্ঞানী এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

সায়ীফ সালাহউদ্দিন
জন্মসায়ীফ সালাহউদ্দিন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
প্রাক্তন ছাত্রবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পারডু বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণনেগেটিভ ক্যাপাসিটেন্স
উল্লেখযোগ্য
পুরস্কার
  • মার্কো-এফসিআরপি ইনভেন্টর রিকগনিশন পুরস্কার (২০০৭) [1]
  • ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ইয়ং ইনভেস্টিগেটর পুরস্কার (২০১০) [1]
  • আইইইই ন্যানোটেকনোলজি আর্লি ক্যারিয়ার পুরস্কার (২০১২) [1]
  • এএফওএসআর ইয়ং ইনভেস্টিগেটর পুরস্কার (২০১৩) [1]
  • এআরও ইয়ং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড (২০১৩) [1]
  • প্রেসিডেনশিয়াল আরলি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (২০১৫) [2][3][4]

জীবনী

সায়ীফ ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর পারডু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [5]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.