সাগুফতা ইয়াসমিন এমিলি

সাগুফতা ইয়াসমিন এমিলি (জন্ম: ৩ নভেম্বর ১৯৬২) একজন বাংলাদেশী নারী রাজনীতবিদ, নারীবাদী ও সংসদ সদস্য। তিনি মুন্সীগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। [1]

সাগুফতা ইয়াসমিন এমিলি
জাতীয় সংসদের হুইপ
কাজের মেয়াদ
২৪ জানুয়ারি ২০০৯  ২০১৩
রাষ্ট্রপতিইয়াজউদ্দিন আহমেদ
জিল্লুর রহমান
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
জাতীয় সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
জানুয়ারি ২০০৯
সংসদীয় এলাকামুন্সিগঞ্জ-২
কাজের মেয়াদ
১৯৯৬  ২০০১
সংসদীয় এলাকাসংরক্ষিত মহিলা আসন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-11-03) ৩ নভেম্বর ১৯৬২
মুন্সিগঞ্জ জেলা, পূর্ব পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
অন্যান্য
রাজনৈতিক দল
মহাজোট

প্রাথমিক জীবন

সাগুফতা ইয়াসমিন এমিলি ১৯৬২ সালের ৩ নভেম্বর মুন্সগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএসসি সম্পন্ন করেছেন।

জীবনী

সাগুফতা ইয়াসমিন এমিলি আওয়ামী লীগের ডাকা সরকার বিরোধী হরতালে ২০০৪ খ্রিষ্টাব্দের ২৫শে আগস্ট গ্রেপ্তার হন। ১৫ই আগস্ট ২০০৪ এ ঢাকা গ্রেনেড হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল। গ্রেফতারের সময় অন্যান্য নারী নেত্রীদের সাথে তাকেও পুলিশের গাড়িতে টেনে হিঁচড়ে ওঠানো হয়, সেসময় কারো কারো কাপড় ছিঁড়ে যায়।[2] এমিলি প্রথম ১৯৯৬ সালে সংসদের সংরক্ষীত মহিলা আসনের সদস্য মনোনীত হয়েছিলেন। তিনি মুন্সিগঞ্জ-২ থেকে ২০০৯ সালের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[3] রাষ্টপতি ইয়াজউদ্দীন আহমেদ ২৪ জানুয়ারি ২০০৯ সালে তাকে সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেন।[4]

এমিলি ৫ জানুয়ারি ২০১৪ সাধারণ নির্বাচনে পুনরায় জয়ী হয়।[5] ৮ মার্চ ২০১০ এ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদকে বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার পথের অন্তরায় হিসেবে বর্ণনা করেন।[6] ১০ জানুয়ারি ২০১৬ সালে বিএসআরএম এবং ডেইলি স্টার আয়োজিত "পদ্মা সেতু— উন্নয়নের নতুন মহাসড়ক" উপস্থাপনায় তিনি তার এলাকায় নদীভাঙনের কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলে ধরেন যে কারণে সরকারকে খরচ করতে হতে পারে লক্ষ লক্ষ টাকা কেবল নদীভাঙন রোধে বালির বস্তা ব্যবহারেই।[7] জুলাই ২০১৬ সালে তিনি বেশ কিছু বেসরকারি সংস্থাকে রাষ্ট্রবিরুদ্ধ কর্মকান্ডে সংশ্লিষ্টতার দরুণ অভিযুক্ত করেন। সরকারকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান করেন।

তথ্যসূত্র

  1. "The heritage of Munshiganj"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭
  2. "Country crippled in hartal Rail links collapse; cops club CPB leader Selim; today's hartal curtailed to 1pm"archive.thedailystar.net। The Daily Star। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭
  3. "Vote for Boat for digital Bangladesh"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭
  4. "AL, BNP hold parliamentary party meet tomorrow"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭
  5. "Include domestic work in labour law"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭
  6. "Women's role in decision making vital for good governance"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭
  7. "Up to an uphill Padma task"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.