সাইমন কুজ্‌নেত্‌স

সাইমন স্মিথ কুজ্‌নেত্‌স (জন্ম: ৩০ এপ্রিল, ১৯০১ - মৃত্যু: ৮ জুলাই, ১৯৮৫) একজন রাশিয়ান মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৭১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

সাইমন স্মিথ কুজ্‌নেত্‌স
জন্ম(১৯০১-০৪-৩০)৩০ এপ্রিল ১৯০১
Pinsk, Russian Empire (present-day Belarus)
মৃত্যুজুলাই ৮, ১৯৮৫(1985-07-08) (বয়স ৮৪)
কেমব্রিজ, ম্যাসাচুসেটস
জাতীয়তামার্কিন
প্রতিষ্ঠানNBER
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (১৯৬০-১৯৭১)
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (১৯৫৪-১৯৬০)
পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় (১৯৩০-১৯৫৪)
কাজের ক্ষেত্রEconometrics, development economics
শিক্ষায়তনকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনWesley Clair Mitchell
যাদের প্রভাবিত করেছেনRobert Fogel
মিল্টন ফ্রিড্‌ম্যান
অবদানসমূহNational income data
Empirical business cycle research
Characteristics of economic growth
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৭১)

জীবনী

কুজ্‌নেত্‌স কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে বিএসসি, ১৯২৪ সালে এমএ এবং ১৯২৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৩০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৫৪ থেকে ১৯৬০ সাল পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। [1]

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "উচিচাগো ডট এডু" (PDF)। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.