সাইমন কুজ্নেত্স
সাইমন স্মিথ কুজ্নেত্স (জন্ম: ৩০ এপ্রিল, ১৯০১ - মৃত্যু: ৮ জুলাই, ১৯৮৫) একজন রাশিয়ান মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৭১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
সাইমন স্মিথ কুজ্নেত্স | |
---|---|
![]() | |
জন্ম | Pinsk, Russian Empire (present-day Belarus) | ৩০ এপ্রিল ১৯০১
মৃত্যু | জুলাই ৮, ১৯৮৫ ৮৪) কেমব্রিজ, ম্যাসাচুসেটস | (বয়স
জাতীয়তা | মার্কিন |
প্রতিষ্ঠান | NBER হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (১৯৬০-১৯৭১) জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (১৯৫৪-১৯৬০) পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় (১৯৩০-১৯৫৪) |
কাজের ক্ষেত্র | Econometrics, development economics |
শিক্ষায়তন | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Wesley Clair Mitchell |
যাদের প্রভাবিত করেছেন | Robert Fogel মিল্টন ফ্রিড্ম্যান |
অবদানসমূহ | National income data Empirical business cycle research Characteristics of economic growth |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৭১) |
জীবনী
কুজ্নেত্স কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে বিএসসি, ১৯২৪ সালে এমএ এবং ১৯২৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৩০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৫৪ থেকে ১৯৬০ সাল পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। [1]
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র
- "উচিচাগো ডট এডু" (PDF)। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.