সাংস্কৃতিক ভূদৃশ্য

সাংস্কৃতিক ভূদৃশ্য বলতে কোনো একটি স্থানের এমন এক অবস্থার কথা বলা হয় যেখানে প্রাকৃতিক বিভিন্ন উপাদান মানুষের তৈরী উপাদানের সাথে একত্রিত হয়ে উক্ত স্থানের জীবনযাত্রা ও দৃশ্যমান ব্যবস্থাকে পরিবর্তন করে এক নতুন আবহ দান করেছে।

সংজ্ঞার্থ

সরল অর্থে, সাংস্কৃতিক ভূদৃশ্য ভূরূপের কৃত্রিম পরিবেশকে বোঝায়। সাংস্কৃতিক ভূদৃশ্য একটি জনগোষ্ঠীর উদ্ভাবিত সাংস্কৃতিক প্রলক্ষণের উদ্ভব, বিকাশ,বিবর্তন সবকিছুর দলিল।

বৈশিষ্ট্য

ধারণার ইতিহাস

সর্বপ্রথম কোনো ভৌগোলিক বর্ননায় "সাংস্কৃতিক ভূদৃশ্য" ধারণাটি আমরা দেখতে পাই ১৯০৮ সালে অটো শ্লুটার-এর রচনায়। তবে, এই "ভূদৃশ্য" ধারনাটি ইউরোপীয় চিত্রকরেরা '১৬ শতক থেকেই ব্যবহার করে আসছিলো তাদের চিত্রকলায়।

উদাহরণ

ওয়াল্ড হেরিটেজ কমিটি কর্তৃক নির্বাচিত কিছু সাংস্কৃতিক ভূদৃশ্য সংবলিত স্থানের তালিক নিচে দেয়া হলোঃ

  • টোঙ্গারিও জাতীয় উদ্যান, নিউজিল্যান্ড (১৯৯৩ সালে নির্বাচিত)
  • উলুরু-কাটা জুটা জাতীয় উদ্যান, অস্ট্রেলিয়া (১৯৯৪ সালে নির্বাচিত)
  • ধানের চত্বর, ফিলিপাইনস্‌ (১৯৯৫ সালে নির্বাচিত)
  • সিন্ত্রা, পর্তুগাল (১৯৯৫ সালে নির্বাচিত)
  • হংজুর পশ্চিম হ্রদ এলাকা, চীন (২০১১ সালে নির্বাচিত)

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.