সল্ট (২০১০-এর চলচ্চিত্র)

সল্ট (ইংরেজি: Salt) হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফিলিপ নয়েস এবং এর চিত্রনাট্য লিখেছেন কার্ট উইমারব্রায়ান হেলজেল্যান্ড। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, লিয়েভ শ্রাইবার, চিউওয়েটাল এজিওফর, অগাস্ট ডিয়েল, ও ড্যানিয়েল ওলব্রিচস্কি। জোলি এখানে সল্টের ভূমিকায় অভিনয় করেন। সল্ট একজন কেজিবি স্লিপার এজেন্ট। চলচ্চিত্রটির চিত্রনাট্য প্রথমত টম ক্রুজকে কেন্দ্র করে লেখা হলেও পরবর্তীকালে নাম ভূমিকায় জোলি অভিনয় করায় পুরো চিত্রনাট্যটি নতুন করে লেখা হয়।

সল্ট
পরিচালকফিলিপ নয়েস
প্রযোজকলরেঞ্জো ডি বোনাভেচুরা
সুনীল পার্কেশ
রচয়িতাকার্ট উইমার
ব্রায়ান হেলজেল্যান্ড
শ্রেষ্ঠাংশেঅ্যাঞ্জেলিনা জোলি
লিয়েভ শ্রাইবার
চিউওয়েটাল এজিওফর
অগাস্ট ডিয়েল
ড্যানিয়েল ওলব্রিচস্কি
সুরকারজেমস নিউটন হাওয়ার্ড
চিত্রগ্রাহকরবার্ট এলসউইট
সম্পাদকস্টুয়ার্ট বেয়ার্ড
জন গিলরয়
প্রযোজনা
কোম্পানি
রিলেটিভিটি মিডিয়া
ডি বোনাভেনচুরা পিকচার্স
পরিবেশককলাম্বিয়া পিকচার্স
মুক্তি২৩ জুলাই, ২০১০
দৈর্ঘ্য১০০ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়১০ কোটি ডলার
আয়২,৯৩,৫০০,৬১৪ ডলার[1]

চলচ্চিত্রটি দৃশ্যধারণের কাজ হয়, ওয়াশিংটন ডি.সি., নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে, এবং অলব্যানিতে। ২০০৯-এর মার্চ থেকে জুন পর্যন্ত দৃশ্যধারণের কাজ চলে। ২০১০ সালের ২৩ জুলাই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়, এবং যুক্তরাজ্য মুক্তি পায় ঐ বছরেরই ১৮ আগস্ট।

তথ্যসূত্র

  1. "Salt (2010)"Box Office Mojo। IMDb। জুলাই ২৩, ২০১০। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.