সরল যন্ত্র

পদার্থবিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র (simple machine) এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা বলের দিক অথবা পরিমাণ (magnitude) পরিবর্তন করে।[2] সাধারণভাবে বলা যায় সবচেয়ে সরল উপায়ে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে বলবৃদ্ধি করার ব্যবস্থাকে সরল যন্ত্র বলে[3]

সরল যান্ত্রিক কৌশলের ছক, ১৭২৮ সালের সাইক্লোপিডিয়া("Cyclopaedia") থেকে[1]

সরল যন্ত্র একটিমাত্র বলের ক্রিয়ার মাধ্যমে একটি কাজ করে। উক্ত যন্ত্রের উপর বল প্রযুক্ত হলে তা কাজ সম্পাদন করে এবং এর ফলে নির্দিষ্ট দূরত্ব আতিক্রান্ত হয়। সম্পাদিত কাজ অতিক্রান্ত দূরত্ব ও প্রযুক্ত বলের গুণফলের সমান। কোন একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ ধ্রুবক। অবশ্য প্রয়োজনীয় বলের পরিমাণ অপেক্ষাকৃত অধিক দূরত্বের উপর কম বল প্রয়োগ করে কমানো যেতে পারে। দুইটি বলের পরিমাণের অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলা হয়ে থাকে।

প্রথাগতভাবে সরল যন্ত্র বলতে রেনেসাঁ যুগের বিজ্ঞানীদের সংজ্ঞায়িত নিম্নোক্ত ৬টি যন্ত্রকে বোঝায়ঃ:[4]

  • আনত তল (N)
  • চাকা-অক্ষদন্ড (O)
  • লিভার (T)
  • কপিকল (U)
  • গোঁজ (V [single wedge]; X [double wedge])
  • স্ক্রু (Y)

আসলে এই ছয় প্রকারের সরল যন্ত্রই হচ্ছে আধুনিককালের সব জটিল যন্ত্রের মূল। এদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে জটিল ও উন্নত যন্ত্র তৈরি করা হয়েছে।[3][5]

তথ্যসূত্র

  1. Table of Mechanicks, from Ephraim Chambers (1728) Cyclopaedia, A Useful Dictionary of Arts and Sciences, Vol. 2, London, p.528, Plate 11.
  2. Paul, Akshoy; Roy, Pijush; Mukherjee, Sanchayan (২০০৫)। Mechanical Sciences:Engineering Mechanics and Strength of Materials। Prentice Hall of India। পৃষ্ঠা 215। আইএসবিএন 8120326113। ২০ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০০৯
  3. Asimov, Isaac (১৯৮৮)। Understanding Physics। New York: Barnes & Noble। পৃষ্ঠা 88। আইএসবিএন 0880292512।
  4. Anderson, William Ballantyne (১৯১৪)। Physics for Technical Students: Mechanics and Heat। New York, USA: McGraw Hill। পৃষ্ঠা 112–122। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১১
  5. Wallenstein, Andrew (জুন ২০০২)। "Foundations of cognitive support: Toward abstract patterns of usefulness"Proceedings of the 9th Annual Workshop on the Design, Specification, and Verification of Interactive Systems। Springer। পৃষ্ঠা 136। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.