সত্যান্বেষী

সত্যান্বেষী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীকে নিয়ে লেখা রচনা সমগ্রের প্রথম গল্প।[1][2] এই গল্পেই ব্যোমকেশের আবির্ভাব হয়।

সত্যান্বেষী
লেখকশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
দেশভারত
ভাষাবাংলা
ধারাবাহিকব্যোমকেশ বক্সী
ধরনগোয়েন্দা গল্প, অপরাধ, রহস্য গল্প
প্রকাশকআনন্দ পাবলিশার্স
প্রকাশনার তারিখ
১৯৩৪ সালে ব্যোমকেশ ডায়রি নামে ও ১৯৭২ সালে শরদিন্দু অমনিবাসে প্রকাশিত হয়
মিডিয়া ধরনছাপা পুস্তকে
পৃষ্ঠাসংখ্যা১৮২ পাতা
পূর্ববর্তী বইপ্রথম উপন্যাস 
পরবর্তী বইপথের কাঁটা 

রচনাকাল অনুসারে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা (৭ই আষাঢ়, ১৩৩৯ বঙ্গাব্দ) এবং দ্বিতীয় গল্প সীমন্ত-হীরা (৩রা অগ্রহায়ণ, ১৩৩৯ বঙ্গাব্দ)। এই দুইটি গল্প লেখার পর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সী চরিত্র নিয়ে সিরিজ লেখার কথা চিন্তা করে ১৩৩৯ বঙ্গাব্দের ২৪শে মাঘ সত্যান্বেষী গল্প রচনা শেষ করে ব্যোমকেশ চরিত্রকে পাঠকের সামনে উপস্থিত করেন। সেই কারণে সত্যান্বেষী গল্পটিকে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প হিসেবে ধরা হয়ে থাকে।

চরিত্র

  • ব্যোমকেশ
  • অজিত বন্দ্যোপাধ্যায়
  • পুঁটিরাম
  • অনুকুল বাবু
  • অশ্বিনী বাবু
  • ঘনশ্যাম বাবু
  • পুলিশ কমিশনার

তথ্যসূত্র

  1. Byomkesh: "If you want to solve this murder, think about the window."
  2. বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু (মে ১৯৯৫)। ব্যোমকেশ সমগ্র। কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। আইএসবিএন 978-8172153557।

বহির্সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.