সত্যম শিবম সুন্দরম

সত্যম শিবম সুন্দরম হচ্ছে ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটির পরিচালক এবং প্রযোজক দুটিই রাজ কাপুর ছিলেন।[1] চলচ্চিত্রটিতে রাজ কাপুরের ভাই শশী কাপুর এবং শশীর প্রেমিকার চরিত্রে জিনাত আমান অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনী লিখেছিলেন জৈনেন্দ্র জৈন এবং চলচ্চিত্রটির কাহিনী শারীরিক এবং মানসিক ভালোবাসার মধ্যে এক পার্থক্য নিরূপণকারী কাহিনী হিসেবে আবর্তিত হয়।

সত্যম শিবম সুন্দরম
পরিচালকরাজ কাপুর
প্রযোজকরাজ কাপুর
রচয়িতাজৈনেন্দ্র জৈন
শ্রেষ্ঠাংশেশশী কাপুর
জিনাত আমান
পদ্মিনী কোলহাপুরী
বর্ণনাকারীরাজ কাপুর
সুরকারলক্ষ্মীকান্ত-পিয়ারেলাল
চিত্রগ্রাহকরধু কর্মকার
সম্পাদকরাজ কাপুর
প্রযোজনা
কোম্পানি
আর কে স্টুডিওস
রাজ-বগ লোনি
পরিবেশকশেমারু ভিডিও প্রাইভেট লিমিটেড
মুক্তি২৪ মার্চ ১৯৭৮ (1978-03-24)
দৈর্ঘ্য১৭২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

চলচ্চিত্রটিতে অভিনেত্রী জিনাত আমানকে তার শরীরের বেশ কিছু অংশ দেখাতে হয়েছিলো যা তখনকার ভারতীয় অভিনেত্রীরা দেখাতে চাইতেননা কিংবা চাইলেও খুব কম অভিনেত্রীই চাইতেন; পরিচালক রাজ কাপুর প্রথমে জিনাতের জায়গায় হেমা মালিনীকে নিতে চেয়েছিলেন, এছাড়াও ডিম্পল কাপাডিয়াকেও যিনি ১৯৭৩ সালের রাজ কাপুরেরই চলচ্চিত্র ববিতে টু-পিস বিকিনি পরেছিলেন সত্যম শিবম সুন্দরমএ জিনাতের করা চরিত্রে অভিনয় করার কথা বললে তিনিও প্রস্তাব ফিরিয়ে দেন, আবার রাজ কাপুর বিদ্যা সিনহার কাছেও যান যিনি ১৯৭৪ সালের চলচ্চিত্র রজনীগন্ধা চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন কিন্তু বিদ্যাও সত্যম শিবম সুন্দরমে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করেননি।[2][3]

তথ্যসূত্র

  1. http://www.hindustantimes.com/News- Feed/Books/Raj-Kapoor-The-face-behind-the-star/Article1-254712.aspx
  2. "Blast from the Past-Satyam Shivam Sundarma (1978)"। The Hindu। Hindu। ২৫ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪
  3. http://www.rediff.com/movies/report/i-still-regret-saying-no-to-raj-kapoor-for-satyam-shivam-sundaram/20150113.htm

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.