সঞ্জু আউ সঞ্জনা
সঞ্জু আউ সঞ্জনা (ওড়িয়া: ସଞ୍ଜୁ ଆଉ ସଞ୍ଜନା) ২০১০ সালে মুক্তি পাওয়া অশোক পতি পরিচালিত ওড়িয়া ভাষার চলচ্চিত্র। ছবিটির কাহিনীকার প্রীতিরনি মহান্তি, সহগল্পকার ও চিত্রনাট্যকার অশোক পতি এবং সংলাপ রচয়িতা রজনী রঞ্জন।[1][2]
সঞ্জু আউ সঞ্জনা | |
---|---|
![]() সঞ্জু আউ সঞ্জনা ছায়াছবির পোস্টার | |
পরিচালক | অশোক পতি |
প্রযোজক | লুটু মহান্তি |
রচয়িতা | প্রীতিরনি মহান্তি |
শ্রেষ্ঠাংশে | বাবুশান জয়প্রকাশ দাস পারিজাত মিহির দাস উষসী মিশ্র সমরেশ রাউতরায় পিন্টু নন্দ |
সুরকার | প্রশান্ত পাঢি |
চিত্রগ্রাহক | সিতাংশু মহাপাত্র |
সম্পাদক | সুকুমার মণি |
প্রযোজনা কোম্পানি | জয় হনুমান ফিল্মস |
পরিবেশক | জয় হনুমান ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | ওড়িয়া[1] |
অভিনয়ে
- বাবুশান (সঞ্জু চরিত্রে অভিনয় করেন)
- চৌধুরি জয়প্রকাশ দাস (মামু'র চরিত্রে অভিনয় করেন)
- মিহির দাস
- চক্রধর জেনা
- উষসী মিশ্র (অপরাজিতা চরিত্রে অভিনয় করেন)
- উত্তম মহান্তি
- পিন্টু নন্দ (পরশু'র বাবার চরিত্রে অভিনয় করেন)
- জীবন পন্ডা (সঞ্জুর বন্ধু চরিত্রে অভিনয় করেন)
- পুষ্পা পন্ডা (সঞ্জনার মা'র চরিত্রে অভিনয় করেন)
- পারিজাত (সঞ্জনা চরিত্রে অভিনয় করেন)
- পপু পম পম (সঞ্জুর বন্ধু চরিত্রে অভিনয় করেন)
- সমরেশ রাউতরায় (সমরেশ চরিত্রে অভিনয় করেন)[1]
সঙ্গীত
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রশান্ত পাঢি।[3] গানগুলো হল:
শিরোনাম | কন্ঠশিল্পী | গীতিকার |
---|---|---|
মুঁ পবন মুঁ স্বপন মুঁ দেবিনি | কৃষ্ণ বেউরা | বসন্তরাজ শ্যামল[3] |
পাহাড় ছাতিরে লেখা দুইটি নাঁ | কুমার বাপি | বসন্তরাজ শ্যামল[3] |
ফুল ঋতু ফেরিনি কিএসে মোতে কিমিয়া | তপু মিশ্র, কুমার বাপি | বসন্তরাজ শ্যামল[3] |
প্রেম যদি তোর নিয়াঁ হুয়ে সে | তপু মিশ্র, বিভু কিশোর | লুটু মহান্তি[3] |
প্রেমরে পথর তরলি যায়ে মাটির কণ্ঢেই | কৃষ্ণ বেউরা | অরুণ মন্ত্রী[3] |
পুরস্কার
২০১১ সালে অনুষ্ঠিত ২য় তম তরঙ্গ সিনে এওয়ার্ড অনুষ্ঠানে সঞ্জু আউ সঞ্জনা চলচ্চিত্রটি চারটি বিভাগে পুরস্কৃত হয়।[4] বিভাগগুলো হল:
- সেরা চলচ্চিত্র পুরস্কার ২০১০
- সেরা অভিনেতা পুরস্কার ২০১০
- সেরা চলচ্চিত্রশিল্পী পুরস্কার ২০১০
- সেরা নৃত্য পরিচালক পুরস্কার ২০১০[4]
তথ্যসূত্র
- Sanju Aau Sanjana (2010)- www.imdb.com (১৫ ডিসেম্বর, ২০১৭ তারিখে সংগৃহিত)
- Full Cast & Crew of Sanju Aau Sanjana (2010)- www.imdb.com (১৭ ডিসেম্বর, ২০১৭ তারিখে সংগৃহিত)
- Sanju Aau Sanjana- www.revolvy.com (১৭ ডিসেম্বর, ২০১৭ তারিখে সংগৃহিত)
- 2nd Tarang Cine Awards- www.revolvy.com (১৭ ডিসেম্বর, ২০১৭ তারিখে সংগৃহিত)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.