সংশপ্তক (উপন্যাস)

সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।[1] পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়।[2][3] সংশপ্তক শব্দের অর্থ হয় জয় নাহয় মৃত্যু।

তথ্যসূত্র

  1. "অকৃত্রিম দেশপ্রেমিক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার"। www.dhakanews24.com। ৩-১১-২০০৯। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. সামী, মীর (২৭-০৯-২০০৯)। "টেলিভিশন নাটকে বহুবিধ ধারা প্রবর্তন করেছেন আবদুল্লাহ আল মামুন: মুস্তফা মনোয়ার"আবদুল্লাহ আল মামুন সেই ধরনের সোপ অপেরায় না গিয়ে সুস' এবং নান্দনিকবোধে পূর্ণ নাটক চয়ন করলেন। নাম ‘সংশপ্তক’। শহিদুল্লাহ কায়সার রচিত এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল সে সময়ে। এই নাটকের সকল অভিনয় শিল্পীর বাচনভঙ্গী এবং প্রযোজনায় নানা বৈশিষ্ট ছিল। সংশপ্তক আজও শ্রেষ্ঠ সিরিয়াল হিসেবে বিবেচিত হতে পারে। bdnews24.com। ১২ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. ফিরোজ, তারেক। "ধারাহীন ধারাবাহিকের গন্তব্য কোথায়"বিটিভিতে প্রচারিত সংশপ্তক, ঢাকা থাকি, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, আজ রবিবার ধারাবাহিক নাটকগুলো ছিল তুমুল জনপ্রিয়। www.sangbad.com.bd। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.