শ্যামলী সিনেমা হল

শ্যামলী সিনেমা হল বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর থানার শ্যামলীতে অবস্থিত একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। মূলত এই প্রেক্ষাগৃহের নামানুসারেই এলাকাটির নামকরণ করা হয়েছে "শ্যামলী"।

শ্যামলী সিনেমা হল
প্রেক্ষাগৃহ
শিল্পচলচ্চিত্র
প্রতিষ্ঠাকাল২৬ মার্চ ১৯৭৬ (1976-03-26),[1]
শ্যামলী, ঢাকা, বাংলাদেশ
প্রতিষ্ঠাতাএম এ গাফফার
সদরদপ্তরশ্যামলী স্কয়ার, শ্যামলী, মিরপুর, ঢাকা-১২০৭
ওয়েবসাইটshyamolicinema.com

ইতিহাস

এম এ গাফফার ১৯৭৬ সালের ২৬ মার্চ শ্যামলী সিনেমা হল চালু করেন।[1][2] এর আসন সংখ্যা ছিল ১৩০০।[2] শ্যামলীতে প্রদর্শিত প্রথম সিনেমাটি ছিল জাল থেকে জ্বালা[1] ২০০৭ সালে শ্যামলী সিনেমা হলের পুরোনো ভবনটি ভেঙে শ্যামলী স্কয়ার মার্কেট কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। ফলে ঐ বছরের ৩১ আগস্ট শ্যামলী সিনেমা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এম এ গাফফারের পাঁচ ছেলের উদ্যোগে ২০১৪ সালের ১৪ এপ্রিল শ্যামলী স্কয়ার কমপ্লেক্সের এক অংশে নতুন রূপে শ্যামলী সিনেমা হল চালু হয়।[2][3] সিনেমা হলটিতে আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হয় এবং আসন সংখ্যা কমিয়ে ৩০৬টিতে নিয়ে আসা হয়।[2][4]

তথ্যসূত্র

  1. "দর্শকপ্রিয়তা পেয়েছে শ্যামলী সিনেমা হল"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯
  2. "শ্যামলী সিনেমা"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯
  3. "পাততাড়ি গুটাচ্ছে সিনেমা হলগুলো"দৈনিক যুগান্তর। ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯
  4. "Shyamoli Cineplex inaugerated" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ১৩ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.