শৈলশিরাময় ত্বক
শৈলশিরাময় ত্বক (Ridged band) হচ্ছে লিঙ্গত্বকের শেষভাগে একদল স্নায়ুযুক্ত কুঁচকানো চামড়া। [1]

তীর-চিহ্ন দ্বারা লিঙ্গত্বকের এবং শৈলশিরাময় ত্বকের সীমানা নির্দেশ করা হচ্ছে।
কাজ
শৈলশিরাময় ত্বক, পুং-জননেন্দ্রিয়ের আবরক ত্বকসহ একটি বিশেষ গুরুত্বপূর্ণ কামস্থান। [2]
জন টেইলর, কানাডার একজন প্যাথলজিবিদ এবং চিকিৎসা গবেষক, শৈলশিরাময় ত্বক নিয়ে প্রচুর গবেষণা করেছেন। তিনি তার গবেষণায় প্রমাণ করেছেন যে, এই শৈলশিরাময় ত্বক-এর মূল কাজ হচ্ছে যৌন উত্তেজনা বৃদ্ধি করা। তিনি লিখেছেনঃ "প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে, শৈলশিরাময় ত্বকের মূল গুরুত্ব হচ্ছে যৌন সঙ্গমে, এবং এর কাজই হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টির মাধ্যমে মাংসপেশির সঙ্কোচন-প্রতিবিম্ব সৃষ্টি যার ফলে বীর্যপাত হয়ে থাকে।
- খৎনার কারণে এই শৈলশিরাময় ত্বক কেটে বাদ দেয়া হয়। এবং এর ফলে যৌন সুখ অনেকাংশে কমে যায়।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, খৎনা করা পুরুষদের মধ্যে ৭৩% পুরুষই বাড়তি যৌন উত্তেজনা পায় না কারণ খৎনার কারণে শৈলশিরাময় ত্বক অনুপস্থিত থাকে। [4]
তথ্যসূত্র
- Sorrells ML, Snyder JL, Reiss MD, et al. Fine-touch pressure thresholds in the adult penis. BJU Int. 2007;99(4):864–869. doi:10.1111/j.1464-410X.2006.06685.x. PMID 17378847.
- Winkelmann RK. The erogenous zones: their nerve supply and significance. Mayo Clin Proc. 1959;34(2):39–47. PMID 13645790.
- Taylor, JR. Fine-touch pressure thresholds in the adult penis (letter). BJU Int. July 2007;100(1):218. doi:10.1111/j.1464-410X.2007.07026_4.x. PMID 17552969.
- Podnar S. Clinical elicitation of the penilo-cavernosus reflex in circumcised men. BJU Int. 2012 [archived ২৮ জুলাই ২০১২; cited ২০ মার্চ ২০১৮];209:582-5. doi:10.1111/j.1464-410X.2011.10364.x. PMID 21883821.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.