শামীম আজাদ
শামীম আজাদ একজন নামকরা বাংলাদেশী কবি ও সাহিত্যিক। দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন। তার কবিতায় বাংলাদেশের প্রকৃতির ভাষিক রূপ ফুটে ওঠেছে।
শামীম আজাদ | |
---|---|
![]() | |
স্থানীয় নাম | শামীম আজাদ |
জন্ম | শামীম আজাদ ১১ নভেম্বর ১৯৫২ ময়মনসিংহ, ঢাকা, পূর্ব বাংলা (বর্তমানে বাংলাদেশ) |
পেশা | কবি, লেখিকা, গল্পকথক |
ভাষা | বাংলা, ইংরেজি |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | ব্রিটিশ |
শিক্ষা প্রতিষ্ঠান | কুমুদিনী সরকারি মহিলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় |
সক্রিয় বছর | ১৯৮৮–বর্তমান |
আত্মীয় | আবু আহমেদ মাহমুদ তরফদার (বাবা) আনোয়ারা খানম (মা) |
প্রাথমিক জীবন
আজাদ জন্মগ্রহণ করেন ঢাকার ময়মনসিংহে (যে শহর ছিল তার বাবার কর্মস্থল)। তার পৈত্রিক নিবাস সিলেটে। ১৯৬৭ সালে জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পরীক্ষা দেন। এরপর ১৯৭৯ সালে কুমুদিনী সরকারি মহিলা কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৮২ সালে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৩ সালে অর্জন করেন মাস্টার্স ডিগ্রি।[1]
১৯৯০ সালে, আজাদ লন্ডনে যান।[2]
বহিঃসংযোগ
- "Shamim Azad's birthday to be celebrated in Dhaka"। banglanews24। ২২ ফেব্রুয়ারি ২০১২। ২৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১২।
- "Biographical notes – The Poets"। Poetry Magazines। ২০০১। পৃষ্ঠা 293–305। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১২। Shamim Azad
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.