লুচো বাত্তিস্তি
লুচো বাত্তিস্তি (৫ মার্চ ১৯৪৩ - ৯ সেপ্টেম্বর ১৯৯৮) ছিলেন একজন ইতালীয় গায়ক-গীতিকার। তাকে ইতালীয় পপ/রক সঙ্গীত ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রভাবশালী সঙ্গীতশিল্পী এবং লেখকদের একজন হিসেবে বিবেচনা করা হয়।[1]
লুচো বাত্তিস্তি | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্ম | ৫ মার্চ ১৯৪৩ |
উদ্ভব | পোজ্জো বুস্তনে, ইতালি |
মৃত্যু | ৯ সেপ্টেম্বর ১৯৯৮ ৫৫) মিলান | (বয়স
ধরন | পপ সংগীত পপ রক প্রগ্রেসিভ রক সিনথ পপ |
পেশা | গায়ক, গীতিকার,, আরেঞ্জার এবং গিটারবাদক |
বাদ্যযন্ত্রসমূহ | কন্ঠ, গিটার, পিয়ানো |
কার্যকাল | ১৯৬৬–১৯৯৪ |
লেবেল | ডিস্কি রিকরদি, নুমেরো উনো, সিবিএস, সনি বিএমজি |
সহযোগী শিল্পী | মিনা, মোগল |
বাত্তিস্তি ১৯৬৬ সালে কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি ১৮টি অ্যালবাম প্রকাশ করেন। তার সৃষ্টির উল্লেখযোগ্য অংশ স্পেনীয় (বিভিন্ন অ্যালবাম) এবং ইংরেজি (একটি অ্যালবাম) ভাষায় অনুবাদ হয়।
জীবনী
সুরকার এবং গীতিকার
বাত্তিস্তি জন্ম গ্রহণ করেন পোজ্জো বুস্তনে, রিয়েতি প্রদেশের (উত্তর লাজিও) মধ্যে একটি শহরে, এবং ১৯৫০ সালে তার পরিবারের সাথে রোম যান। একজন স্বশিক্ষিত গিটার বাদক, সুরকার হিসাবে তার অভিষেক হয় ১৯৬০-এর দশকে। রোম, নাপেলস এর স্থানীয় ব্যান্ডে পারফর্ম করেন এবং পরে মিলানের ই কাম্পিওনি (দ্য চ্যাম্পিয়নস)-এ যোগ দেন।
তথ্যসূত্র
- "Lucio Battisti, 55, Italian Pop Performer"। দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস। সেপ্টেম্বর ২৪, ১৯৯৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে লুচো বাত্তিস্তি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- (ইতালীয়) www.luciobattisti.info – ডিস্কোগ্রফি এবং অন্যদের তথ্য
- (ইতালীয়) সম্পূর্ণ ডিস্কোগ্রফি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.