লাইপ্‌ৎসিশ

লাইপ্‌ৎসিশ  (জার্মান Leipzig; আ-ধ্ব-ব: [ˈlaɪ̯pʦɪç]) জার্মানির জাখ‌সেন রাজ্যের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি স্বায়ত্বশাসিত শহর। প্রায় ৫ লাখেরও বেশি অধিবাসীর আবাসস্থল লাইপ্‌ৎসিশ যাখ্‌সেন রাজ্যের সবচেয়ে জনাকীর্ণ শহর। ১১৬৫ সালে প্রতিষ্ঠার অল্প কিছু দিনের মধ্যেই এ শহরটি একটি বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। ১৮৭০ সালে এর জনসংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। মধ্যযুগ থেকেই এ শহরে লাইপ্‌ৎসিশ বাণিজ্য মেলা বসত; সাম্যবাদী পূর্ব জার্মানি আমলে এ মেলার রাজনৈতিক গুরুত্ব বেড়ে যায়। শহরটি মুদ্রণ ও বই প্রকাশনা শিল্পের জন্য এককালে বিখ্যাত ছিল। শহরটি প্লাইসে, ভাইসে এল্‌স্টারপারঠে নদীত্রয়ের মিলনস্থলে অবস্থিত।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.