লিঙ্গত্বক-বন্ধনী

লিঙ্গের আবরক-ত্বকের বন্ধনী (frenulum of prepuce of penis), প্রায়ই লিঙ্গত্বক-বন্ধনী (frenulum) হিসেবে পরিচিত, যা একটি স্থিতিস্থাপক বা নমনীয় কোষ যা শিশ্নমুণ্ডের নিচে অবস্থান করে লিঙ্গত্বক এবং শ্লৈষ্মিক ঝিল্লীকে সংযুক্ত রাখে, এবং লিঙ্গত্বক-কে শিশ্নমুণ্ডের উপর গুটিয়ে আনতে সাহায্য করে।

Frenulum of prepuce of penis
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনFrenulum praeputii penis
টিএA09.4.01.012
এফএমএFMA:19647
শারীরস্থান পরিভাষা

[1]

লিঙ্গত্বক-বন্ধনী খৎনার বা লিঙ্গত্বকচ্ছেদনের সময় কেটে ফেলা হয়। 

সংবেদনশীলতা

শিশ্নের নিচের অংশে অবস্থিত লিঙ্গত্বক-বন্ধনী এবং এর সাথের সংযুক্ত কোষকলা, যা যৌনবিজ্ঞানের পাঠ্যপুস্তকে "খুবই ক্রিয়াশীল" ও "খুব হালকা ও নরম স্পর্শেই সংবেদনশীল" হিসেবে বর্ণিত। শিশ্নদণ্ডের নিচের অংশ যা "শিশ্নের সবচেয়ে সংবেদনশীল অংশ", যৌনকর্মের ও হস্তমৈথুনের সময় তীব্র আনন্দদায়ক অনুভূতির সৃষ্টি করে। বিজ্ঞানীরা পর্যবেক্ষণের সময় দেখেছেন যে, অনেক পুরুষই লিঙ্গকে উত্তেজিত করার সময় লিঙ্গত্বক-বন্ধনী ও শিশ্নের পুষ্পমুকুটকে সবচাইতে স্পর্শকাতর অংশ হিসেবে পায়। অনবরত এই দুই অংশকে উত্তেজিত করার ফলে রাগমোচন ও বীর্যপাত হয়ে থাকে। এর মাধ্যমেই যৌনমিলন হয়ে থাকে।

আর দেখুন

  • শৈলশিরাময় ত্বক
  • লিঙ্গত্বক পুনঃস্থাপন
  • লিঙ্গত্বক
  • খৎনা-বিতর্ক

তথ্যসূত্র

  1. Jensen, Christian (২০১১)। Can I Just Ask?। Hay House। পৃষ্ঠা 58। আইএসবিএন 9781848502468।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.