লিওন রাসেল
লিওন রাসেল (এপ্রিল ২, ১৯৪২-নভেম্বর ১৩, ২০১৬) ছিলেন একজন জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার। তিনি ১৯৭১ সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশে গান পরিবেশন করেছিলেন। ২০১১ সালে রক অ্যান্ড রোল হল অফ ফেম এ স্থান পান।[1] ৬০ বছরের কর্মজীবনে তিনি অনেকগুলো বেস্ট সেলিং পপ গান উপহার দিয়েছেন।
লিওন রাসেল | |
---|---|
![]() রাসেল-২০০৯তে | |
জন্ম | Claude Russell Bridges ২ এপ্রিল ১৯৪২ ওকলাহোমা, ইউ.এস. |
মৃত্যু | নভেম্বর ১৩, ২০১৬ ৭৪) টেনেসী, ইউ.এস. | (বয়স
অন্যান্য নাম | Hank Wilson & Leon Russell |
পেশা | গায়ক, গীতিকার |
কার্যকাল | ১৯৫৬-২০১৬ |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ব্লু, টিনা রোজ, টেডি জ্যাক, সুগারে, হানি ও কোকো |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | কান্ট্রি সঙ্গীত, রক, লোক সঙ্গীত, রিদম এ্যান্ড ব্লুজ , ফোক রক, ব্লুজ রক |
বাদ্যযন্ত্রসমূহ | ভোকাল, পিয়ানো, organ, গিটার, বেজ গিটার, ম্যান্ডোলিন |
লেবেল | Capitol, Shelter Records, Paradise Records |
ইতিহাসের সবচেয়ে সফল মিউজিসিয়ানদের একজন হিসেবে তাকে গন্য করা হয় এবং ভ্রাম্যমাণ মিউজিসিয়ান হিসেবে হল অব ফেমের শিল্পীর সাথে তিনি সাথে সঙ্গীত পরিবেশন করেছেন।[2] তিনি মোট ৩৩ টি অ্যালবাম[3] ও প্রায় ৪৩০ টি গান রেকর্ড করেন।
তথ্যসূত্র
- "Leon Russell's Induction into the Rock & Roll Hall of Fame 2011"। মার্চ ২১, ২০১১ – YouTube-এর মাধ্যমে।
- "Rhapsodies for Young Lovers – Midnight String Quartet | Credits"। AllMusic। অক্টোবর ১৬, ২০০৭। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৪, ২০১৫।
- List of albums recorded by Leon Russell, Softshoe.com
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.