লি স্ট্র্যাসবার্গ

লি স্ট্র্যাসবার্গ (ইংরেজি: Lee Strasberg) (জন্ম: ১৭ নভেম্বর, ১৯০১ – ১৭ ফেব্রুয়ারি, ১৯৮২) একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, এবং অভিনয় শিক্ষক।[1] ১৯৫১ সালে তিনি নিউ ইয়র্কে অলাভজনক অ্যাক্টরস স্টুডিও-এর পরিচালক হন, যা যুক্তরাষ্ট্রের অন্যতম একটি অভিনয় স্কুল। ১৯৬৯ সালে নিউ ইয়র্কে স্ট্র্যাসবার্গ নিজেই অভিনয় শেখার স্কুল লি স্ট্র্যাসবার্গ থিয়েটার ইন্সটিটিউট গড়ে তোলেন, যেখানে তিনি তার শুরু করা অভিনয় কৌশলগুলো শিক্ষা দিতেন।

লি স্ট্যাসবার্গ
জন্ম
ইজরেল স্ট্র্যাসবার্গ
দাম্পত্য সঙ্গীনোরা ক্রেকাউন (মৃত্যু ১৯২৯)
পলা মিলার (মৃত্যু ১৯৬৬)
অ্যানা মিজরাহি

তার প্রাক্তন ছাত্র এলিয়া কাজানের পরিচালিত চলচ্চিত্র ইস্ট অফ এডেন(১৯৫৫)-এর জন্য তিনি জেমস ডিনের সাথে যৌথভাবে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন। বর্তমান বছরগুলোতে সিডনি লুমেটের মতো পরিচালকরা স্ট্র্যাসবার্গের তত্ত্বীয় অভিনয়কে অনুসরণ করেন।[2]

তথ্যসূত্র

  1. The World of the Theatre (1979)
  2. "Sidney Lumet". Encyclopedia of World Biography, (2004)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.