লান্টানা

লান্টানা বা পুটুস বা "ছত্রা" হল ভারবেনা বা ভারবেনাস পরিবারভূক্ত একটি ফুলের প্রজাতি, এর উদ্ভিদতাত্ত্বিক নাম হল Lantana camara এবং এর আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ ও ভারতসহ সর্বত্রই পাওয়া যায়। এটি বাংলাদেশে লান্টানা[3] ভারতে পুটুস, মালয়েশিয়ায় big-sage, ক্যারিবিয়ান অঞ্চলে wild-sage, red-sage, white-sage এবং দক্ষিণ আফ্রিকায় tickberry,[4] নামে পরিচিত।

লান্টানা
Lantana camara
Flowers and leaves
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
(শ্রেণীবিহীন): Angiosperms
(শ্রেণীবিহীন): Eudicots
(শ্রেণীবিহীন): Asterids
বর্গ: Lamiales
পরিবার: Verbenaceae
গণ: Lantana
প্রজাতি: L. camara
দ্বিপদী নাম
Lantana camara
L.
চিত্র:Global distribution of Lantana camara.svg
Global distribution of Lantana camara
প্রতিশব্দ

Lantana aculeata L.[1] Camara vulgaris[2]

বর্ণনা

বর্তমানে লান্টানা বাগানের সাজানোর জন্য রোপণ করা হয়। এটি ক্রান্তীয় মধ্য ও দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপে ওলন্দাজদের কর্তৃক লান্টানা চাষ করা হয়। এশিয়া ও ওশেনিয়ায় এটি অতি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এখানে এখনো একটি আগাছা হিসাবে বেশি পরিচিত। রায়মুনিয়া ফুলের ছত্রমঞ্জরী দেখতে খুব সুন্দর। এর ফুলে নানারকম প্রজাপতি দেখা যায়। প্রথমে ফুল হাল্কা হলুদ রঙের হয়, ‘ক্যারোটিন’ থাকার কারণে। এ সময় ফুলে পরাগায়ন হয় এবং পরাগায়নের পরেই মধুভাণ্ড শেষ হয়ে যায় এবং ফুলের রং বদলাতে থাকে

চিত্রশালা

তথ্যসূত্র

  1. [ Lantana camara.]|url=http://www.ars-grin.gov/~sbmljw/cgi-bin/taxon.pl?310628 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে Germplasm Resources Information Network (GRIN).
  2. "Global Invasive Species Database"। issg.org.uk। ২০১৪-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২২
  3. মোহাম্মদ নূর আলম গন্ধী। "লান্টানা"ittefaq। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭
  4. Quentin C. B. Cronk, Janice L. Fuller (১৯৯৫)। Plant Invaders: The Threat to Natural EcosystemsRoyal Botanic Gardens, Kew: Springer। আইএসবিএন 0-412-48380-7।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.